For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জনতা কার্ফু, সোশ্যাল ডিসট্যান্সে আটকানো যাবেনা করোনার চেন সংক্রমণ, বলছেন বিশেষজ্ঞরা

যে জন্য দেশ জুড়ে করা হচ্ছে জনতা কার্ফু তাতেই কোনও লাভ হবে না এমনই দাবি করেছেন বিশেষজ্ঞরা।

Google Oneindia Bengali News

যে জন্য দেশ জুড়ে করা হচ্ছে জনতা কার্ফু তাতেই কোনও লাভ হবে না এমনই দাবি করেছেন বিশেষজ্ঞরা। তাঁরা জানাচ্ছেন জনতা কার্ফু বা সামজিক দূরত্ব করে করোনা ভাইরাসের চেন সংক্রমণ রোধ করা যােব না। এতে হয়তো সংক্রমণের সংখ্যা কমবে কিন্তু চেন সংক্রমণ একেবারেই বন্ধ হবে না এমনই দাবি করেছেন এইমসের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান।

সংক্রমণ রুখতে জনতা কার্ফু

সংক্রমণ রুখতে জনতা কার্ফু

করোনা ভাইরাস মানব দেহ ছাড়া বাঁচতে পারে না। মানব দেহের সংস্পর্শে না আসলেই করোনা ভাইরাসের আয়ু কমবে। এমনটাই দাবি করেছিলেন বিশেষজ্ঞরা। সেই মতোই ২২ মার্চ দেশ জুড়ে জনতা কার্ফু পালনের ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিন করোনা ভাইরাস মানুষের সংস্পর্শে আসা বন্ধ করলেই সংক্রমণ বন্ধ হবে।

 সুরাহা হবে না জনতা কার্ফুতে

সুরাহা হবে না জনতা কার্ফুতে

কিন্তু এইমসের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান শোভা ব্রোর জানিয়েছেন, করোনা ভাইরাসের েচন সংক্রমণ জানতা কার্ফু করে রোধ করা যাবে না। এতে হয়তো কিছুটা কমবে সংক্রমণ। তবে একেবারেই চেন সংক্রমণ রোধ করা যাহে না। কারণ কোথাও জানানো হয়নি ২০ থেকে ২২ ঘণ্টার মধ্যে করোনা ভাইরাস মারা যায়। কাজেই জনতা কার্ফু বা সামাজিক দূরত্ব বজায় থাকায় দমানো যাবে না করোনা ভাইরাসকে।

স্টিল প্লাস্টিকে দীর্ঘক্ষণ জীবিত থাকে করোনা ভাইরাস

স্টিল প্লাস্টিকে দীর্ঘক্ষণ জীবিত থাকে করোনা ভাইরাস

WHO-এর বিশেষজ্ঞরা যদিও করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিহত করার জন্য বারবারই সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলেছেন। মানুষ একে অপরের সংস্পর্শে না এলেই করোনা ভাইরাসের সংক্রমণ কমবে বলে জানিয়েছেন তাঁরা। তবে একটা জনতা কার্ফুতে কিছু হবে না। সেটা টানা একসপ্তাহ করলে তবেই কিছুটা সুরাহা হবে। নিউ ইংল্যান্ড জার্নালে লেখা হয়েছে প্লাস্টিক এবং স্টিলে বেশিক্ষণ জীবিত থাকতে পারে করোনা ভাইরাস। তুলনামূলক ভাবে কার্ডবোর্ড, তামায় কম সময় জীবিত থাকে।

English summary
Janta curfew can's stop coronavirus chain transmission, says exparts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X