For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জন্মাষ্টমী পালনে সেজে উঠেছে মথুরা-ইসকন, উদযাপনে মেতেছে কাশ্মীর থেকে নেপাল

জন্মাষ্টমী উপলক্ষ্যে আজ দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে উদযাপন। উৎসবরে আনন্দে বিভোর মথুরা থেকে ইসকন। নানান আচার রীতি , অনুযায়ী চলছে বিভিন্ন মন্দিরে উদযাপনের পালা।

  • |
Google Oneindia Bengali News

জন্মাষ্টমী উপলক্ষ্যে আজ দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে উদযাপন। উৎসবরে আনন্দে বিভোর মথুরা থেকে ইসকন। নানান আচার রীতি , অনুযায়ী চলছে বিভিন্ন মন্দিরে উদযাপনের পালা। একনজরে দেখে নেওয়া যাক, দেশের কোন প্রান্তে কীভাবে উদযাপন চলছে জন্মাষ্টমীর।

মথুরা

তিনি ভক্তের ভগবান, অনাথের নাথ শ্রীকৃষ্ণ। জন্মাষ্টমীর পূণ্য় তিথিতে সেই ভক্তের দল সকাল থেকেই ভিড় করছেন মথুরার মন্দিরে। চলছে আচার মেনে পূজা পাঠও।

দিল্লির ইসকন


নয়া দিল্লিতে ইসকনে সকাল থেকে দহি হান্ডির আয়োজন সহ বিভিন্ন পরাম্পরা মেনে চলছে পূজার আচার। গতকাল রাত থেকেই সেখানে ছিল সাজো সাজো রব।

জম্মু ও কাশ্মীরে জন্মাষ্টমী


কাশ্মীরেও চলছে জন্মাষ্টমীর পূজা । সকাল থেকে সেখানে বিভিন্ন মন্দিরে ভিড় করছেন ভক্তরা।

নেপাল


নেপালের ললিতপুরের কৃষ্ণ মন্দিরেও সকাল থেকে ভক্তের দল। ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পে সেখানে ক্ষতিগ্রস্ত হয় যায় মন্দিরটি। প্রায় ৩ বছর পর এদিন দ্বার খোলা হয় মন্দিরের।

মুম্বই

মুম্বইয়ের ওরলিতে গতকাল রাত থেকেই দহি-হান্ডি উপলক্ষ্যে চলছে বিভিন্ন আয়োজন।

English summary
Janmashtami celebration started across india, see pics.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X