For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জন লোকপাল বিল বিধানসভায় পাস না হলে পদত্যাগের হুমকি কেজরিওয়ালের

Google Oneindia Bengali News

জন লোকপাল বিল বিধানসভায় পাস না হলে পদত্যাগের হুমকি কেজরিওয়ালের
নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি : এতদিন ধরনা , অনশনের দুমকি দিয়েই কাজ হাসিলের পন্থা নিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এখন সেই পথেই আরও একধাপ এগিয়ে এবার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার হুমকিও দিলেন কেজরিওয়াল। রাজ্য বিধানসভায় জন লোকপাল বিল পাস না হলে ইস্তফা দেবেন তিনি। রবিবার এমনটাই জানালেন তিনি।

আগামী ১৩ ফেব্রুয়ারি জন লোকপাল বিল ও স্বরাজ বিল দিল্লি বিধানসভায় তোলার কথা। কিন্তু ১৬ ফেব্রুয়ারি ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে বিশেষ বিধানসবা অধিবেশনে (যেখানে আম জনতাও অঁশ নিতে পারবেন) জন লোকপাল বিল পাশের ঘোষণা করবেন। কিন্তু কংগ্রেস এই দুই বিলকে সমর্থন না করলে আম আদমি সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে জানতে চাওয়া হলে কেজরিওয়াল বলেন, তিনি এখানে মুখ্যমন্ত্রী হতে আসেননি। দুর্নীতি রুখতে এই দুই বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিল দুটি পাস না হলে দিল্লির সরকার পড়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

মুখ্যমন্ত্রী নিজের দায়িত্ব থেকে পালাতে চাইছেন : অরবিন্দ সিং লাভলি

এর আগে আপ জানিয়েছিল, জন লোকপাল বিলের জন্য কেন্দ্রীয় সরকারের অনুমোদনের প্রয়োজন ছিল না। কেজরিওয়ালের কথায় ভূমি, আইনশৃঙ্খলা ও পুলিয সংক্রান্ত বিষয় ছাড়া অন্য যে কোনও বিষয়ে সংবিধান মতে দিল্লি সরকার যে কোনও আইন পাস করতে পারে।

ডিপিসিসি-র মুখ্য অরবিন্দ সিং লাভলি বলেন, কংগ্রেস জন লোকপাল বিলকে সমর্থন করতে রাজি আছে, কিন্তু তা আইন মেনে হতে হবে। আপ সরকারকে আমাদের অনুরোধ সংবিধানকে সম্মান করুন, আর নিয়ম মেনে সব করুণ। মুখ্যমন্ত্রী সংবিধানের ঊর্ধ্বে নয় বলেও মন্তব্য করেন তিনি। কেজরিওয়ালের পদত্যাগের বিষয়কে তাঁর বিচক্ষণ একটি যুদ্ধকৌশল বলে ব্যাখ্যা করেছএন লাভলি। তিনি বলেন মুখ্যমন্ত্রী নিজের দায়িত্ব থেকে পালাতে চাইছেন।

তিনি বলেন, যে বিল নিয়ে আর্থিক জটিলতা রয়েছে তা কেন্দ্র অনুমোদন না করলে বিধানসভায় কিছুতেই আনা যায়না।

<center><div id="vnVideoPlayerContent"></div><script>var ven_video_key="NTI2NDIyfHwyfHwxfHwxLDIsMQ==";var ven_width="100%";var ven_height="325";</script><script type="text/javascript" src="http://ventunotech.com/plugins/cntplayer/ventuno_player.js"></script></center>

English summary
Kejriwal said that the government will fall if the Jan Lokpal bill and Swaraj bill are stalled.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X