কাশ্মীরের সোপিয়ানে যৌথবাহিনীর অভিযানে গুলি বর্ষণ জঙ্গিদের, মৃত ১
শ্রীনগরে, ৪ মে : কাশ্মীরে বিশাল পরিমাণ ভারতীয় সেনা বাহিনী নামিয়ে জঙ্গি দমনের অভিযান গতকাল থেকেই শুরু করে ভারতীয় সেনা। তার মধ্যেই, সেনাকে লক্ষ্য করে পাল্টা গোলা বর্ষণ করে জঙ্গিরা। যে ঘটনায় আহত হয়েছেন ২ সেনা জওয়ান, নিহত ১ জন সাধারণ নাগরিক।
বৃহস্পতিবার সকাল থেকে, কাশ্মীরের সোপিয়ানে কুড়িটি গ্রামকে ঘিরে ব্যাপক তল্লাশি অভিযান চালাতে থাকে ভারতীয় সেনা। জঙ্গিদের খোঁজে গ্রামের বাডি়গুলিতে ঢুকে খোঁজ খবর নিতে শুরু করে ভারতীয় সেনার জওয়ান , সিআরপিএফ,পুলিশ।

এদিকে, তল্লাশি অভিযান যখন শেষের দিকে, তখনই সেনাকে লক্ষঅয করে পাল্টা গুলি চালাতে থাকে জঙ্গিরা। জঙ্গিদের আচমকা হামলায় নিহত হন এক সাধারণ নাগরিক। আহত হন ২ সেনা জওয়ান। উল্লেখ্য এদিকে সকাল থেকেই কাশ্মীর জুড়ে ৩০০০ সেনা নামিয়ে অভিযান চালাতে গেলে ভারতীয় সেনার ওপর পাথর ছুঁড়তে থাকে স্থানীয় কাশ্মীরিরা।
সেনা সূত্রে জানা গিয়েছে, অশান্ত কাশ্মীর উপত্যকায় এক দশকের বেশি সময়কালে সম্ভবত এই প্রথম এমন বড় মাপের অভিযান চলছে। গত কয়েকদিন ধরে একের পর এক জঙ্গি হামলার মোকাবিলায় শুরু হওয়া অভিযানে আকাশপথেও নজরদারি চালাচ্ছে ড্রোন, হেলিকপ্টার।