For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাষ্ট্রপু্ঞ্জের মঞ্চে ইসলামিক দেশের গোষ্ঠীকে কড়া হুঁশিয়ারি ভারতের

ইসলামিক দেশের গোষ্ঠী 'অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন'-কে কড়া হুঁশিয়ারি দিয়ে ভারত জানিয়ে দিয়েছে, তারা যেন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মাথা না গলায়।

  • |
Google Oneindia Bengali News

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ইসলামিক দেশের গোষ্ঠী 'অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন'-কে কড়া হুঁশিয়ারি দিয়ে ভারত জানিয়ে দিয়েছে, তারা যেন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মাথা না গলায়।

রাষ্ট্রপু্ঞ্জের মঞ্চে ইসলামিক দেশের গোষ্ঠীকে কড়া হুঁশিয়ারি ভারতের

কাশ্মীর নিয়ে পাকিস্তানের করা মন্তব্যের প্রেক্ষিতে ভারত নিজেদের মতামত জানিয়েছে। পাকিস্তান ওআইসি-র সদস্য হলেও এই সংস্থার তরফে কাশ্মীর নিয়ে ভারত বিরোধী মন্তব্য করেছে। যার বিরোধিতা করেছে ভারত।

ভারত জানিয়েছে, ওআইসি-র এই বিষয়ে মতামত জানানোর কোনও অধিকার নেই। এটা একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভবিষ্যতে এমন বিষযে মন্তব্য করতেও ওআইসি-কে ভারত নিষেধ করে দিয়েছে। ভারতের হয়ে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে কড়া জবাব দেন ভারতের প্রতিনিধি সুমিত শেঠ।

তিনি বলেন, আইওসি নিজের বক্তব্যে তথ্যগত ভুল বক্তব্য পেশ করেছে। ভারতের জম্মু ও কাশ্মীর নিয়ে যে বক্তব্য পেশ করা হয়েছে তা সর্বৈব মিথ্যা। কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে এর আগে পাকিস্তানি বিদেশমন্ত্রী সরতাজ আজিজ সরব হয়েছেন। এমনকী হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যু নিয়েও তিনি সরব হন। পাকিস্তানের মতে পাকিস্তানে ভারত শান্তি বিঘ্নিত করছে। সেই প্রসঙ্গেই ভারত বলেছে, যে তথ্য পেশ করা হয়েছে তা ভুল। এমনকী ভবিষ্যতে এমন মন্তব্য করার আগে ভেবে মন্তব্য করতেও ভারত বলে দিয়েছে।

এর আগে ওআইসি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন করে এসেছে। তাদের মতে জম্মু ও কাশ্মীরে যা হচ্ছে তা নিয়ে ভারতকে জবাবদিহি করতে হবে। এমনকী সেরাজ্যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে পাকিস্তানের দাবিকেও ওআইসি মেনে নেয়। সেই প্রসঙ্গেই ভারত রাষ্ট্রপুঞ্জে জানিয়ে দিয়েছে, এই বিষয়ে পাকিস্তান বা ইসলামিক দেশের অর্গানাইজেশনের নাক গলানোর প্রয়োজন নেই। এটা দেশের অভ্যন্তরীণ বিষয় এবং তা আমরা নিজেরাই সামলে নিতে পারব।

English summary
Jammu and Kashmir is India's internal matter, don't interfare into it, India tells OIC at UN
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X