For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তর ভারত ঢেকেছে তুষারের চাদরে, কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডে চারিদিক শ্বেতশুভ্র, দেখুন ছবি

একদিকে উপত্যকায় চরম অশান্তি, অন্যদিকে বরফের চাদরে ঢেকে মোহময়ী হয়ে উঠল কাশ্মীর। শুধু কাশ্মীরেই নয়, এদিন হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডের বেশ কিছু জায়গায় ভালো রকমের তুষারপাত হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

একদিকে উপত্যকায় চরম অশান্তি, অন্যদিকে বরফের চাদরে ঢেকে মোহময়ী হয়ে উঠল কাশ্মীর। শুধু কাশ্মীরেই নয়, এদিন হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডের বেশ কিছু জায়গায় ভালো রকমের তুষারপাত হয়েছে। বিভিন্ন এলাকায় ঢেকে গিয়েছে বরফের চাদরে। তার মাঝেই পর্যটকেরা সিমলায় তুষারপাতের আনন্দে মেতে উঠেছেন। কাশ্মীর ও হিমাচলের বেশ কিছু এলাকায় রাস্তায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। বেশ কিছু জায়গা পুরু বরফের চাদরে ঢেকে গিয়েছে।

শ্রীনগরে তুষারপাত

জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে এদিন সকাল থেকেই বরফপাত শুরু হয়েছে।

সিমলায় তুষারপাত

হিমাচলের সিমলায় নওয়ার উপত্যকা ঢেকে গিয়েছে পুরু বরফের চাদরে।

উত্তরাখণ্ড

উত্তরাখণ্ডের তেহরিতে এদিন দারুণ তুষারপাত চলছে। গোটা এলাকা ঢেকে গিয়েছে বরফের চাদরে।

বরফের মেলা

হিমাচল মেতে উঠেছে বরফপাতের আনন্দে। পর্যটকেরা সিমলায় বরফের মধ্যে আনন্দে মেতে উঠেছেন।

উধমপুরে বরফপাত

কাশ্মীরের উধমপুর এলাকার এই ছবি নিঃসন্দেহে অসাধারণ। নিঝুম দিনে বরফ পড়ে চলেছে অবিরত। গাছপালা সব ঢেকেছে বরফের চাদরে।

ডোডায় তুষারপাত

একই অবস্থা ডোডা জেলারও। এখানেও সবকিছু সাদা বরফের তলায় চাপা পড়ে গিয়েছে।

English summary
Jammu and Kashmir Himachal Pradesh receives fresh snowfall
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X