For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জম্মু-কাশ্মীর বন্যা: এ কোন বন্ধন? যখন পুলিশদের উদ্ধার করতে হাত বাড়াল অপরাধীরা

Google Oneindia Bengali News

জম্মু-কাশ্মীর বন্যা: এ কোন বন্ধন? যখন পুলিশদের উদ্ধার করতে হাত বাড়াল অপরাধীরা
শ্রীনগর, ২৩ সেপ্টেম্বর : কথায় আছে দুঃসময়ই মানুষের আসল পরিচয় বাতলে দেয়। ঝিলাম নদীর প্লাবনের সময় শ্রীনগর সাক্ষী রইল পুলিশ-অপরাধীদের অদ্ভুদ বন্ধন সম্পর্কের। ৭ থেকে ১১ সেপ্টেম্বর প্রবল বৃষ্টিতে যেথানে অধিকাংশ থানাই জলে প্রায় নিমজ্জিত, তখন শাহিদ গঞ্জের থানার জেলবন্দীরা চারদিন পুলিশের সঙ্গে থানার ছাদে দিন কাটিয়েছে। শুধু তাই নয়, ফয়াজ, এলাকায় পরিচিত কুখ্যাত দুষ্কৃতী একাধিকবার নিজের প্রাণের পরোয়া না করেই উত্তাল জলে ঝাঁপ দিয়ে বহু পুলিশ কর্মীর প্রাণ বাঁচিয়েছেন।

পুলিশ যখন ভেবে কুল কিনারা পাচ্ছে না বহুতলের উপরে আটকে থাকা পরিবারকে উদ্ধারের জন্য সেখানে পৌছবে কী করে, তখন এক ছিচকে চোর পাইপ বেয়ে, ছাদ টপকে উপরে পৌছনোর নিজের কৌশল বাতলে পুলিশকে উদ্ধারকাজে পথ দেখিয়েছে। দরজায় বড় একটা পেরেক পুঁতে দড়ির সাহায্যে উপরে গিয়ে আটকে থাকা পরিবারকে উদ্ধার করেছে পেশায় সেই চোর।

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি খবর অনুযায়ী, পুলিশের কথায়, এলাকার ৩৫টি থানার মধ্যে হারওয়ানে মাত্র একটি থানাই সচল ছিল। বাতি সবকটিতেই কাজ বন্ধ। বিদ্যুৎ নেই, থানার জেনারেটরও জলের তোড়ে ভেসে গিয়েছে। জলে কিছু নথি ও অস্ত্রশস্ত্র নষ্ট হয়ে গিয়েছে, কিছুর হদিশ মিলছে না, কিছু আবার চোখের সামনেই জলের তোড়ে ভেসে গিয়েছে। পুলিশ আধিকারিকদের ক্ষোভ, নৌকা বা লাইফ জ্যাকেট নেই পুলিশ কর্মীদের জন্য, তাদের সাঁতারের কোনও প্রশিক্ষণও দেওযা হয় না, ধীরে ধীরে যোগাযোগও বন্ধ হয়ে যায়।

পুলিশসূত্রের খবর, শ্রীনগরের ৬০০০ পুলিশ কর্মীদের মধ্যে মাত্র ১০ জনের একে অপরের সঙ্গে যোগাযোগ রয়েছে।

English summary
J&K floods: When criminals came to cops’ rescue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X