জম্মু ও কাশ্মীরের বিশেষ ক্ষমতা আইন নিয়ে বিশেষ রায় দিল সুপ্রিমকোর্ট। এদিন শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সংবিধানের ৩৭০ নম্বর ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে যে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে তা কোনও অস্থায়ী বন্দোবস্ত নয়।

দিল্লি হাইকোর্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজের আবেদন নিয়ে একটি মামলা খারিজ করে দেয়। তাতে আবেদন করা হয়েছিল এই বলে যে ৩৭০ নম্বর ধারা অস্থায়ী। ফলে তা বাতিল হোক। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন হয়।
২০১৭ সালে ৩৭০ নম্বর ধারাকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করেন বিজয়লক্ষ্মী নামে এক আবেদনকারী। গতবছরের ১১ এপ্রিল এই মামলা খারিজ করে দেয় আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান বিজয়লক্ষ্মী। তাঁর দাবি ছিল ৩৭০ ধারাকে অস্থায়ী ব্যবস্থা বলে ঘোষণা করুক আদালত। কারণ এই ব্যবস্থার সময়সীমা শেষ হয়ে গিয়েছে। তাই এবার তা তুলে দেওয়া উচিত। এদিন শুনানিতে তার প্রেক্ষিতে আদালত এই রায় দিয়েছে।
Oneindia এর ব্রেকিং নিউজের জন্য . সারাদিন ব্যাপী চটজলদি নিউজ আপডেট পান.subscribe to Bengali Oneindia.