For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে জঙ্গিদের ব্যর্থ হামলার নেপথ্যে জঙ্গি 'লম্বু'! জইশ চিফ মাসুদের সঙ্গে এর 'সম্পর্ক' ফাঁস

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামায় ফের একবার পুরোন ধাঁচেই হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তানি জঙ্গিরা। এবার ঘটনাস্থল ছিল পুলওয়ামার আয়ানগুন্ড। সেখানে জঙ্গিদের হামলা ব্যর্থ হলেও, সেই ঘটনা থেকে একাধিক চাঞ্চল্যকর তথ্য ভারতীয় গোয়েন্দাদের হাতে এসেছে।

 আজহারের আত্মীয় কাশ্মীর হামলায়

আজহারের আত্মীয় কাশ্মীর হামলায়

মহম্মদ ইসমাইল আলভিকে উপত্যকায় লম্বু নামে অনেকেই চেনে। সে সম্পর্কে জঙ্গি শিবির জইশ এ মহম্মদের নেতা মাসুদ আজহারের আত্মীয়। এই তথ্য় জানিয়েছেন ভারতীয় গোয়েন্দারা।

 কাশ্মীরে 'লম্বু' জাল বিছিয়ে রেখেছে

কাশ্মীরে 'লম্বু' জাল বিছিয়ে রেখেছে

গোটা কাশ্মীর জুড়ে আজহারের আত্মীয় লম্বু জাল বিছিয়ে রাখতে শুরু করে। ২০১৮ সালে সে ভারতে আসে। অনেকে তাকে ইসমাইল ভাই নামেও চিনত। এদের কাজ ছিল বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরক সংগ্রহ করে মজুত করা।

ইসমাইল লম্বুর ক্ষমতা

ইসমাইল লম্বুর ক্ষমতা

বোমা বানানোয় জইশ চিফের এই আত্মীয় বেশ পটু। আইইডি তৈরি সহ একাধিক নাশকতার বিষয়ে এর অপার ক্ষমতা। এর আগে ২০১৯ সালেরর পুলওয়ামা বিস্ফোরণে ইসমাইলের আওতায় কাজ করা সমির দার মুখ্য সন্ত্রসবাদী হিসাবে উঠে আসে।

 করোনার আবহে বিস্ফোরণ হঠাৎ কেন?

করোনার আবহে বিস্ফোরণ হঠাৎ কেন?

উল্লেখ্য, গোটা বিশ্ব এই মুহূর্তে করোনা নিয়ে সন্ত্রস্ত। এমন পরিস্থিতিতে পাকিস্তান কাশ্মীর নিয়ে প্রবল রাজনৈতিক চাপে রয়েছে । তাই বারবার কাশ্মীরের জঙ্গি শিবিরগুলিকে বিস্ফোরণের জন্য চাপ দিতে বলা হচ্ছিল আইএসআইকে । সেই সূত্র ধরেই গত সপ্তাহে কাশ্মীরে ওই গাড়ি বোমা বিস্ফোরণ করতে যায় জঙ্গিরা। যা শেষ মুহূর্তে ব্যর্থ হামলা বলে উঠে আসে।

চার্চে যাবেন ট্রাম্প, ওয়াশিংটনে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর রবার বুলেট ও কাঁদানে গ্যাসচার্চে যাবেন ট্রাম্প, ওয়াশিংটনে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর রবার বুলেট ও কাঁদানে গ্যাস

English summary
Jammu and Kashmir's folied Terror plot linked with Masood Azhar's kin
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X