For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রজাতন্ত্র দিবসে বড় হামলার পরিকল্পনা, শ্রীনগর পুলিশের বড় সাফল্য

প্রজাতন্ত্র দিবস বড় জঙ্গি হামলার ছক বানচাল করে দিল জম্মু ও কাশ্মীর পুলিশ। পাঁচজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। ধৃতরা সবাই জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

প্রজাতন্ত্র দিবস বড় জঙ্গি হামলার ছক বানচাল করে দিল জম্মু ও কাশ্মীর পুলিশ। পাঁচজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। ধৃতরা সবাই জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।

৫ জঙ্গি গ্রেফতার

৫ জঙ্গি গ্রেফতার

সেন্ট্রাল কাশ্মীরের ডিআইজি ভিকে বিরদি জানিয়েছেন, ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ৮ জানুয়ারি হামলার ঘটনা নিগিন থানায় এফআইআর নং. 02/2020 নিয়ে তদন্ত চালানোর সময় এই পাঁচজনকে ধরা হয়েছে। তদন্তে দেখা গিয়েছে, হাবাক ক্রসিং-এ সম্প্রতি জঙ্গি হামলায় এদের যোগের প্রমাণ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তিনি।

 উদ্ধার প্রচুর অস্ত্র

উদ্ধার প্রচুর অস্ত্র

এই পাঁচ ধৃতের কাছ থেকে বিস্ফোরক ছাড়াও প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে। ধৃতরা হল, সর্দারবাল হজরতবাল এলাকার আজিজ আহমেদ শেখ, হজরতবালের আসার কলোনির ওমল হামিদ শেখ, ওই এলাকারই ইমতিয়াজ আহমেদ চিকলা, এলাহিবাগ সৌররা এলাকার সাহিল ফারুক গোজরি এবং সর্দারবাল হজরতবাল এলাকার নাসির আহমেদ মীর।

বড় হামলা থেকে রক্ষা

বড় হামলা থেকে রক্ষা

জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে টুইট করে বলা হয়েছে, জৈশ-এর মডিউলকে ধরে বড় সাফল্য পেয়েছে শ্রীনগর পুলিশ। সম্প্রতি হজরতবাল এলাকায় দুটি গ্রেনেড হামলা হয়। প্রজাতন্ত্র দিবসের আগে বড় জঙ্গি হামলা এড়ানো গিয়েছে, জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ।

English summary
Jammu and Kashmir Police breaks up Jaish-e-Mohammed terror module in Srinagar ahead of Republic Day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X