For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কংগ্রেসের একটা অমিত শাহ চাই! 'কাশ্মীরের ভোট অঙ্ক সামনে আসতেই টুইট মেহবুবার

ফেব্রুয়ারি মাসে ভারতীয় সেনার কনভয়ে জঙ্গি আক্রমণ, তারপর থেকে জঙ্গি দমন নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা কাশ্মীর জুড়ে। এরই মধ্যে ভোট পর্ব। আর সেই ভোটপর্বেও জঙ্গিদের নজর ছিল।

  • |
Google Oneindia Bengali News

ফেব্রুয়ারি মাসে ভারতীয় সেনার কনভয়ে জঙ্গি আক্রমণ, তারপর থেকে জঙ্গি দমন নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা কাশ্মীর জুড়ে। এরই মধ্যে ভোট পর্ব। আর সেই ভোটপর্বেও জঙ্গিদের নজর ছিল। তবে সমস্ত বাধা কাটিয়ে ভোটে অংশ নিয়েছে জম্মু ও কাশ্মীর। আর এদিন সামনে এলো তার ফলাফল।

কংগ্রেসের একটা অমিত শাহ চাই! কাশ্মীরের ভোট অঙ্ক সামনে আসতেই টুইট মেহবুবার

৬ টি আসনের জম্মু ও কাশ্মীর লোকসভা নির্বাচনে ২০১৯ সালে পাঁচদফা ভোট হয়। ১১, ১৮,২৩,২৯ এপ্রিল ও ৬ মে-র ভোটে জম্মু ও কাশ্মীর নিজের মত প্রকাশ করেছে।২৩ মে সেই ভোটের ফলাফল প্রকাশ হতেই দেখা যায়, ৬ টি আসনের মধ্যে ২ টি তে এগিয়ে বিজেপি,. ২ টি তে এগিয়ে ন্যাশনাল কন্ফারেন্স। বাকি ২ টিতে জিতছেন সেখানে নির্দল প্রার্থীরা। ফলে পিডিপির ঝুলিতে কিছুই নেই। কার্যত বিজেপির হাত ছাড়ার পর থেকেই মেহবুবা মুফতির পিডিপি এখন ব্যাকফুটে।

ভোটের ফলাফল আসতেই মেহবুবা মুফতি টুইট বার্তায় বিজেপিকে শুভেচ্ছা জানান, পাশাপাশি কংগ্রেসের একজন অমিত শাহ দরকার বলেও মন্তব্য করেন মুফতি।


অন্যদিকে, বিজেপিকে শুভেচ্ছা জানিয়েছেন কাশ্মীরের ন্যাশনাল কন্ফারেন্স নেতা ওমর আবদুল্লাও মোদী শিবিরকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

English summary
jammu and Kashmir loksabha elections 2019 results, BJP ahead on 2 seats,NC in 3 seats .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X