For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রীনগরে সেনা কমান্ডার বৈঠকে বসলেন গোয়েন্দা অফিসারদের নিয়ে! কাশ্মীরের পরিস্থিতি কোনদিকে যাচ্ছে

সোমবার ৩৭০ ধারা কাশ্মীরের ওপর থেকে সরিয়ে নিতেই রাতারাতি দিল্লির মাটি ছেড়ে উপত্যকার উদ্দেশে রওনা দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

  • |
Google Oneindia Bengali News

সোমবার ৩৭০ ধারা কাশ্মীরের ওপর থেকে সরিয়ে নিতেই রাতারাতি দিল্লির মাটি ছেড়ে উপত্যকার উদ্দেশে রওনা দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এরপর সেখানে গিয়ে তিনি নিজের মতো করে দায়িত্ব সামলে নিয়ে শ্রীনগর থেকে একাধিক তথ্য দিল্লির উদ্দেশে পাঠিয়ে দেন। এরমধ্যেই শোনা যাচ্ছে , সেনার তরফেও একটি বৈঠকের আয়োজন করা হয়। একনজরে দেখে নেওয়া যাক , সেই বৈঠক ঘিরে কী কী উঠে আসছে।

সেনা অফিসার ও বিশেষ গোয়েন্দাদের বৈঠক!

কাশ্মীরের সাম্প্র্তিক পরিস্থিতি নিয়ে সেনার তরফে এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। শ্রীনগরের এই হাইভোল্টেজ বৈঠকে টেবিলের একপ্রান্তে যখন নর্দান কমান্ডের , কমান্ডর ইন চিফ রণবীর সিং বসে রয়েছেন তখন , টেবিলের অপর প্রান্তে ছিলেন ভারতীয় গোয়েন্দা বিভাগের দুঁদে অফিসাররা। এই বৈঠকে কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে খবর।

কার্ফু-র মতো পরিস্থিতি কাশ্মীর!

কার্ফু-র মতো পরিস্থিতি কাশ্মীর!

গোটা কাশ্মীর জুড়ে এই মুহূর্তে থমথমে পরিস্থিতি। জারি রয়েছে ১৪৪ ধারা। রাস্তাঘাট শুনসান, গোটা উপত্যকা জুড়ে রয়েছে কর্মব্যস্ত মানুষের আনাগোনা। অজিত ডোভাল কাশ্মীর থেকে পাঠানো তাঁর রিপোর্টে জানিয়েছেন গোটা উপত্যকা জুড়ে রয়েছে প্রশান্তি।

দিল্লি থেকে আর কোন বার্তা পাঠালেন অজিত ডোভাল!

দিল্লি থেকে আর কোন বার্তা পাঠালেন অজিত ডোভাল!

দিল্লিকে অজিত ডোভাল জানিয়ে দেন, গোটা কাশ্মীরে রয়েছে শাান্তি। স্বাভাবিক পরিস্থিতি সেখানে বর্তমান। মানুষরা ভীষণভাবে নিশ্চিত , যে সেখানে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। স্থানীয় রাজনীতিকরা এলাকাবাসীকে স্বার্থের রাজনীতির শিকার বানিয়েছেন বলে দাবি করেছেন অজিত ডোভাল।

English summary
The authorities have promulgated prohibitory orders under Section 144 across the state, including Srinagar and Jammu, with heavy deployment of forces.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X