For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উৎসবের মরশুমেই কাশ্মীরে যেতে পারবেন পর্যটকরা! নিষেধাজ্ঞা তুলে দিন ঘোষণা সরকারের

রাজ্য থেকে জোর করে বের করে দেওয়ার দুমাসেরও বেশি সময় পর বৃহস্পতিবার থেকে জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

রাজ্য থেকে জোর করে বের করে দেওয়ার দুমাসেরও বেশি সময় পর বৃহস্পতিবার থেকে জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। এদিন একথা জানিয়েছে সেখানকার প্রশাসন। জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর রাজ্যকে দুটি ভাগে ভাগ করার কথা জানায় কেন্দ্র।

উৎসবের মরশুমেই কাশ্মীরে যেতে পারবেন পর্যটকরা! নিষেধাজ্ঞা তুলে দিন ঘোষণা সরকারের

জম্মু ও কাশ্মীরের তথ্য দফতর টুইট করে জানিয়েছে, রাজ্যপাল সত্যপাল মালিক এদিন নিরাপত্তা নিয়ে রিভিউ মিটিং করেন পরামর্শদাতা এবং মুখ্যসচিবের সঙ্গে। রাজ্যপাল স্বরাষ্ট্র দফতরকে দেওয়া নির্দেশিকায় বলেছেন, রাজ্য থেকে পর্যটক বেরিয়ে যেতে বলার আদেশ তুলে নেওয়া হচ্ছে ১০ অক্টোবর থেকে।

কেন্দ্রীয় সরকার ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ ধারা তুলে নেয়। পাশাপাশি রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার কথা জানায়। এই সিদ্ধান্ত রাজ্যের উন্নতির জন্য বলে দাবি করেছিল কেন্দ্র।

তবে জঙ্গিদের তরফে হামলা বন্ধ করতে একাধিক বন্দোবস্ত করা হয়। রাজনীতিবিদদের ঘরবন্দি করে রাখা, রাজ্যকে পর্যটক শূন্য করে দেওয়া, বাড়তি বাহিনী সেখানে পাঠানো এবং ফোন এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছিল।

English summary
Jammu and Kashmir administration will lift ban on tourist from thursday the 10th October
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X