For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হার নিয়ে ১০০% নিশ্চিত! তাও অযোধ্যা নিয়ে রিভিউ পিটিশন জমা দেবে জমিয়ত উলেমায়ে হিন্দ

অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন জমা দেবে জমিয়ত উলেমায়ে হিন্দ। মৌলনা আরশাদ মাদানি রবিবার বোর্ড মিটিং-এর পর জানিয়েছেন, জয়ের আশা না থাকলেও রিভিউ পিটিশন দাখিল করবেন তারা।

  • |
Google Oneindia Bengali News

অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন জমা দেবে মুসলিম সংগঠন জমিয়ত উলেমায়ে হিন্দ। মৌলানা আরশাদ মাদানি রবিবার বোর্ড মিটিং-এর পর জানিয়েছেন, জয়ের আশা না থাকলেও রিভিউ পিটিশন দাখিল করবেন তারা।

সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করবে জমিয়ত উলেমায়ে হিন্দ

সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করবে জমিয়ত উলেমায়ে হিন্দ

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের বৈঠকে যোগ দিয়েছিলেন মৌলনা আরশাদ মাদানি। সেই বৈঠক থেকে বেরিয়ে আসার সময় তিনি বলেন, তাঁরা আগে থেকেই ১০০ শতাংশ নিশ্চিত যে তাদের আবেদন খারিজ করে দেওয়া হবে। তবুও রিভিউ পিটিশন দাখিল করবেন তাঁরা।

মুসলিম পার্সোনাল ল বোর্ডের বৈঠক

মুসলিম পার্সোনাল ল বোর্ডের বৈঠক

অযোধ্যা নিয়ে পরবর্তী কর্মপন্থা ঠিক করতে বিভিন্ন মুসলিম সংগঠনকে নিয়ে বৈঠকে বসেছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। সেখানে তারা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সেক্রেটারি মৌলনা ওয়ালি রহমানির সঙ্গে কথা বলেন।

 'সুপ্রিম কোর্টের নির্দেশ বোধগম্য নয়'

'সুপ্রিম কোর্টের নির্দেশ বোধগম্য নয়'

প্রকাশিত খবর অনুযায়ী, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের অপর কর্তা জাফরইয়াব জিলানি বলেছেন, অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বোধগম্য নয়। তাই তার রিভিউ-এর আবেদনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রায়কে শ্রদ্ধা করেন মাদানি

রায়কে শ্রদ্ধা করেন মাদানি

মৌলনা আরশাদ মাদানি বলেছেন জমিয়ত প্রমাণের ওপর নির্ভর করে সুপ্রিম কোর্ট অযোধ্যার যে রায় দিয়েছে তাকে শ্রদ্ধা করে। যদিও তিনি বলেছেন, রায় বোধগম্য নয়।

রায় বেরনোর আগেই তাকে শ্রদ্ধার বার্তা

রায় বেরনোর আগেই তাকে শ্রদ্ধার বার্তা

অযোধ্যা নিয়ে রায় বেরনোর আগেই ৩ নভেম্বর দেশের বিভিন্ন মুসলিম সংগঠন বৈঠকে বসেছিল। সেই বৈঠকে মুসলিম বুদ্ধিজীবীরাও হাজির ছিলেন। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েচিল সুপ্রিম কোর্ট যে রায় দেবে তাকে শ্রদ্ধা জানানো হবে।

English summary
Jamiat Ulama-i-Hind will file review petition against Supreme Court verdict on Ayodhya. Its leader Maulana Arshad Madani said they do not have much hole, a review petition will be filed.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X