For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দোষীকে ছাড়া হবে না,সহ্য করা হবে না এসব', জামিয়াকাণ্ডে হুঙ্কার অমিতের,ক্যাম্পাসে উত্তেজনা অব্যাহত

  • |
Google Oneindia Bengali News

অনতি দূরেই দাঁড়িয়েছিল পুলিশ। আর তাদের সামনে থেকেই সোজা গুলি চালাতে শুরু করে আততায়ী রামভক্ত গোপাল। রাজধানী দিল্লি আজ এই ছবি দেখেছে দুপুরেই। জামিয়া চত্বরের এই ঘটনায় আহত হয়েছেন শাদাব ফারুক নামের এক যুবক। এরপর থেকেই উত্তেজনা চরমে ওঠে। গ্রেফতার করা হয় ওই যুবককে। এদিকে, ঘটনার পর কড়া বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

 অমিত শাহের বার্তা

অমিত শাহের বার্তা

এদিন , জামিয়া চত্বরে গুলি চালানোর ঘটনার কড়া নিন্দা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, কোনও মতেই দোষীকে ছাড়া হবে না। এমন ঘটনা সহ্য করা হবে না। এর আগে এদিন জামিয়া চত্বরে এমন ঘটনা গিরে তীব্র প্রতিবাদ শুরু হয়।

ব্যারিকেডের সামনে বিক্ষোভ


সতীর্থ শাদাব ফারুকের আহত হওয়ার ঘটনা প্রকাশ্য়ে আসতেই এদিন ক্ষোবে ফেটে পড়ে জামিয়া । পড়ুয়ারা এদিন ক্ষোভ দেখাতে থাকেন। মুহূর্তে ব্যারিকেড করে দেয় পুলিশ।

পথে নামেন বাম নেতারা

এদিনের বিক্ষোভে সামিল হন বাম নেতারাও। দিল্লিতে চলে বাম নেতাদের প্রতিবাদ মিছিল। হাজির ছিলেন বাম নেতা সীতারাম ইয়েচুরি থেকে বৃন্দা করাতরা। অন্যদিকে, জামিয়া পড়ুয়াদের এমন মিছিলে যোগ দেন 'স্বরাজ অভিযানের' যোগেন্দ্র যাদব। তাঁকে এদিন আটক করা হয়।

জামিয়ায় বিক্ষোভ অব্যাহত

জামিয়া চত্বরে এদিন মহাত্মা গান্ধীর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে একটি সিএএ বিরোধী মিছিল রাজঘাট পর্যন্ত যাচ্ছিল। আর সেই সময়ই রামভক্ত গুলি চালাতে থাকে। মুহূর্তে আহত হয়ে পড়েন জামিয়া ছাত্র শাদাব ফারুক। ফারুকের অবস্থা আপাতত সুস্থির। তিনি ভর্তি রয়েছেন দিল্লি এইমসে। এরপর থেকেই উত্তপ্ত হতে থাকে জামিয়া চত্বর। ক্রমেই ক্ষোভ ফুঁসে উঠতে থাকে।

English summary
Jamia Unrest ,Amit Shah says Jamia shooter won't be spared, asks cops to take action .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X