For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জামিয়া মিলিয়া ইসলামিয়ার সিএএ-বিক্ষোভ অব্যাহত, এবার ছাত্রদের প্রতিবাদ কবিতায়-গানে

আন্দোলন অব্যাহত রইল জামিয়া মিলিয়া ইসলামিয়ার। জামিয়া মিলিয়া ইসলামিয়ার বাইরে দিনব্যাপী বিক্ষোভ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছে শুক্রবারও।

  • |
Google Oneindia Bengali News

আন্দোলন অব্যাহত রইল জামিয়া মিলিয়া ইসলামিয়ার। জামিয়া মিলিয়া ইসলামিয়ার বাইরে দিনব্যাপী বিক্ষোভ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছে শুক্রবারও। শুক্রবার জনসমাগম সকালের দিকে কম ছিল, প্রতিবাদকারীরা শুক্রবারের নামাজের পরে সঙ্ঘবদ্ধ হতে শুরু করে। তুমুল বিক্ষোভে ফের স্তব্ধ হয়ে যায় এলাকা।

জামিয়া মিলিয়া ইসলামিয়ার সিএএ-বিক্ষোভ অব্যাহত, এবার ছাত্রদের প্রতিবাদ কবিতায়-গানে

দায়ের-ই-শওক শিক্ষার্থী সনদের এহতেমাম খান বলেন, নামাজের পরে তাঁদের বিক্ষোভ অবস্থান আরও জোরদার হয়েছে। সবাই একযোগে প্রতিবাদ জানাচ্ছে নাগরিকত্ব সংশোধিত আইনের বিরুদ্ধে। তিনি জানান, শান্তিপূর্ণ পথে এই আন্দোলন তাঁরা এগিয়ে নিয়ে যাবেন।

আন্দোলনকারীদের পক্ষে জানানো হয়, "আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করেছি। নামাজের পর আন্দোলনকারীরা সমবেত হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাবে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে। দিল্লি বিশ্ববিদ্যালয় এবং সাংস্কৃতিক ফ্রন্টের একটি সংস্থা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছে।

তিনি আরও যোগ করেন, "আমাদের মধ্যে তরুণ কবিরাও কবিতা আবৃত্তি করবে। সংস্কৃতি মোর্চা বিপ্লবী গান গাইবে।" উল্লেখ্য, দিল্লি মেট্রো রেল কর্পোরেশন সকালে শাহীনবাগের জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং জসোলা বিহারের প্রবেশ ও প্রস্থান দরজা বন্ধ করে দিলেও পরে সেগুলি আবার খুলে দেওয়া হয়।

সোমবার ক্যাম্পাসের ভিতরে পুলিশ টিয়ার গ্যাসের সেল ফাটায় এবং শিক্ষার্থীদের মারধর করে। তার বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। রবিবার বিক্ষোভ চলাকালীন সংঘর্ষ ও অগ্নিসংযোগে জামিয়া শিক্ষার্থী, পুলিশ ও স্থানীয়রা সহ বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন, চারটি ডিটিসি বাস জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং শতাধিক ব্যক্তিগত গাড়ি ও ১০ টি পুলিশ বাইক ক্ষতিগ্রস্থ হয়েছে।

উত্তরপ্রদেশের ১৪ জেলায় বন্ধ ইন্টারনেট, সিএএ বিরোধী বিক্ষোভে হিংসা ছড়ানোয় আটক ৩৫০০উত্তরপ্রদেশের ১৪ জেলায় বন্ধ ইন্টারনেট, সিএএ বিরোধী বিক্ষোভে হিংসা ছড়ানোয় আটক ৩৫০০

English summary
Jamia Millia Islamia set to continue protest against Citizens Amendment Act 2019. Students set planned of demonstrations and cultural programs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X