For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাফালে নিয়ে রাহুলকে আক্রমণ! জেটলি টানলেন জেমস বন্ডকে, ভুল ধরাল তৃণমূল

ঘটনা, কাকতালীয় এবং ষড়যন্ত্র। রাফালে নিয়ে আলোচনায় রাহুল গান্ধীর পরিবারকে আক্রমণ করতে কোনও শব্দই বাকি রাখলেন না অরুণ জেটলি। আনলেন জেমস বন্ডের কথা।

  • |
Google Oneindia Bengali News

ঘটনা, কাকতালীয় এবং ষড়যন্ত্র। রাফালে নিয়ে আলোচনায় রাহুল গান্ধীর পরিবারকে আক্রমণ করতে কোনও শব্দই বাকি রাখলেন না অরুণ জেটলি। আনলেন
জেমস বন্ডের কথা।

রাফালে নিয়ে রাহুলকে আক্রমণ! জেটলি টানলেন জেমস বন্ডকে, তৃণমূল ভুল ধরাল

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী রাফালে নিয়ে বলার পরেই বলতে ওঠেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। রাহুল গান্দী যখন রাফালে নিয়ে বলা শুরু করেন তখন তিনি একটি টেপ শোনাতে চেয়েছিলেন। কিন্তু স্পিকার তার অনুমোদন দেননি। এরপর কেন্দ্রীয় সরকার তথা নরেন্দ্র মোদীকে আক্রমণ করে নিজের বক্তব্য শেষ করেন।
অন্যদিকে জেটলি নিজের বক্তব্যের শুরুতেই বলেন, টেপ হল মিথ্যা এবং সাজানো। এরপরেই অরুণ জেটলি ফিরে যান বোফর্স, অগাস্টা ওয়েস্টল্যান্ড এবং ন্যাশনাল হেরল্ড ইস্যুতে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তিনি বলেন , যদি একটি মামলাও থেকে থাকে, তবে তিনি ওই পরিবার( নেহরু-গান্ধী পরিবার) সন্দেহের সুবিধা দিতে পারেন।
অরুণ জেটলি বলেন, বোফর্স কিংবা ন্যাশনাল হেরল্ড নিয়ে আঙুল উঠেছে ওই পরিবারের দিকেই। অগাস্টা ওয়েস্টল্যান্ডেও তাই।
এই সময়ই জেমস বন্ডের কথা উল্লেখ করেন অরুণ জেটলি। তিনি বলেন, কম বয়সে রাহুল গান্ধী নিশ্চই জেমস বন্ডের ছবি দেখেছেন। জেমস বন্ড বলেছিলেন, যদি এটি একবার হয়, এটা ঘটেছে, ঘটতে পারে। যদি দুবার হয়, এটি একটি কাকতালীয় ঘটনা। আর যদি তিনবার হয় এটি একটি ষড়যন্ত্র। জেটলির কথায় বিভিন্ন প্রতিরক্ষা চুক্তির ষড়যন্ত্রকারীরা আজ অন্যদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন।
অরুণ জেটলি উক্তি ব্যবহার করেছেন, ১৯৫৯ সালের গল্প গোল্ডফিনজার থেকে। সেই গল্প থেকে ১৯৬৪ সালে চলচ্চিত্র তৈরি হয়। যাতে অভিনয় করেছিলেন জেমস বন্ড।

তৃণমূলের তরফে সৌগত রায় বলেন, জেটলিজি ভুল বলছেন।

তবে আসল উক্তি হল: মিস্টার বন্ড চিকাগোতে তারা বলেছিলেন, একবার হলে হঠাৎ, দুবার হলে সমাপতন।

English summary
James Bond meets Rafale: Jaitley quotes Goldfinger to tear into Rahul Gandhi's family
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X