For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের সঙ্গে 'ভুয়ো নম্বরের অ্যাপ'-এ সংযোগ কাশ্মীরি জঙ্গির! পুলওয়ামা কাণ্ড ঘিরে চাঞ্চল্যকর তথ্য

পুলওয়ামা কাণ্ড নিয়ে বড়সড় তথ্য প্রকাশ্যে

  • |
Google Oneindia Bengali News

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় পাক মদতপুষ্ট জঙ্গিদের নারকীয় হামলার স্মৃতি আজও ভোলেনি দেশ। চোখের পলকে ভারত হারিয়েছে দেশের ৪৩ জন বীর সেনা জওয়ানকে। যাঁদের ছিন্নভিন্ন দেহ কফিনবন্দি হয়ে পৌঁছে গিয়েছিল স্বজনদের কাছে। আর সেই পুলওয়ামার ঘটনা নিয়েই এবার জাতীয় তদন্তকারী দলের তরফে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য।

 সাজ্জাদ খানকে নিয়ে এনআইএ-র রিপোর্ট

সাজ্জাদ খানকে নিয়ে এনআইএ-র রিপোর্ট

জইশ জঙ্গি সাজ্জাদ খানকে নিয়ে এনআইএ-র রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেখাবে জানানো হয়েছে। পুলওয়ামাকাণ্ডের অন্যতম ষড়যন্ত্রকারী সাজ্জাদ বহুদিন ধরেই পুলওয়ামা হামলা নিয়ে ছক কষছিল। আর সেই অভিযোগে সাজ্জাদের বিরুদ্ধে ১২০-বি, ১২১ এ, ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।

 কাশ্মীরি শাল বিক্রেতার ছদ্মবেশে সাজ্জাদ ধরা পড়ে

কাশ্মীরি শাল বিক্রেতার ছদ্মবেশে সাজ্জাদ ধরা পড়ে

গত ২২ মার্চ দিল্লির লালকেল্লার কাছ থেকে ধরা পড়ে পাকিস্তানের জইশ জঙ্গি সংগঠনের শাগরেদ সাজ্জাদ। সেখানে সে কাশ্মীরি শাল বিক্রেতার ছদ্মবেশ ধরে গা ঢাকা দিয়েছিল পুলওয়ামার ঘটনার পর থেকে। কারণ, সাজ্জাদকে ততদিনে হন্যে হয়ে খুঁজে বেড়িয়েছে জাতীয় তদন্তকারী দল এনআইএ।

ভুয়ো নম্বর সমৃদ্ধ অ্যাপ ও জঙ্গি যোগ

ভুয়ো নম্বর সমৃদ্ধ অ্যাপ ও জঙ্গি যোগ

এনআইএ-র তদন্ত রিপোর্ট বলছে , ভুয়ো নম্বর সমৃদ্ধ এক বিশেষ অ্যাপ-এর দ্বারা সাজ্জাদের সঙ্গে পাকিস্তানি জঙ্গিদের যোগ ছিল। জানা যায়, পুলওয়ামা কাণ্ডের অন্যতম চক্রী মুদ্দাসির ও পাকিস্তানি জঙ্গি ইয়াসির ওই বিশেষ অ্যাপের মাধ্যমে যোগাযোগ রেখেছিল। পরবর্তীকালে পুলওয়ামা ঘটনার তদন্তে নেমে মুদ্দাসিরকে পাকড়াও করতে গিয়ে নিরাপত্তাবাহিনী তাকে এনকাউন্টারে নিকেশ করে। এরপরই দিল্লি থেকে ধরা পড়ে সাজ্জদ।

English summary
Jaish operative Sajjad Khan was conspiring with fake number app, says NIA.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X