For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেলে গেলেও 'ব্র্যান্ড ভ্যালু' বা জনপ্রিয়তা কমবে না সলমনের, মত বিশেষজ্ঞদের

  • |
Google Oneindia Bengali News

তিনি বলিউডের সবচেয়ে বড় স্টারদের একজন। তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। তাঁর নামে কোটি কোটি টাকা ঢালতে বিন্দুমাত্র সময় নেন না প্রযোজকরা। যা বিনিয়োগ করেন, তার কয়েকগুণ বেশি লাভ তুলে নেন শুধু এই একজনেরই নাম ভাঙিয়ে, তিনি সলমন 'দাবাং' খান।

অনিচ্ছাকৃত খুনের দায়ে গতকাল পাঁচবছরের সাজা শুনে সঙ্গে সঙ্গে হাইকোর্টে আবেদন করে আপাতত অন্তর্বর্তী জামিনে মুক্ত তিনি। আগামিকাল অর্থাৎ শুক্রবার ফের আদালতে জামিনের আবেদন জানাবেন তিনি।

জেলে গেলেও 'ব্র্যান্ড ভ্যালু' বা জনপ্রিয়তা কমবে না সলমনের, মত বিশেষজ্ঞদের


এহেন সলমনের নামে প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করে বসে রয়েছে বলিউড। একইসঙ্গে পিছিয়ে নেই বিজ্ঞাপন জগতও। বিপণনের ক্ষেত্রেও সলমনের 'ব্র্যান্ড ভ্যালু'-কে কাজে লাগাতে হয়েছে বহু কোম্পানিকেই।

সেলিব্রিটি ম্যানেজমেন্ট প্রফেশনালের তথ্য বলছে, প্রায় ৪৫ কোটি টাকা বিনিয়োগ করা রয়েছে তাঁর নামে। তিনি থামস্ আপ, হুইল ডিটারজেন্ট, পিএনজি, গাডগিল জুয়েলার্স, অ্যাস্ট্রল পাইপস ইত্য়াদির ব্র্যান্ড অ্যাম্বাসডর। এছাড়াও সলমন খান জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-এ বেশ কয়েকটি মরশুম ধরেই তিনি সঞ্চালনা করছেন।

ফলে তিনি জেলে গেলেই এই সবকটি পণ্যের 'ব্র্যান্ড ভ্যালু' কমে যাবে এমনটা মনে করছেন না বিশেষজ্ঞরা। বিপণন বিশেষজ্ঞ সুহেল শেঠ যেমন বলছেন, শাস্তি সলমনের 'ব্র্যান্ড ভ্যালু' বা জনপ্রিয়তা কমাতে পারবে না। কারণ আমাদের দেশের মানুষ ক্ষমাপ্রবণ এবং খুব তাড়াতাড়ি ভুলে যেতে পারেন।

এর আগেও আইনি জটিলতায় পড়েছেন সলমন এবং তখনও বহু ব্র্যান্ডের বিপণন করতে দেখা গিয়েছে তাঁকে। উদাহরণ হিসাবে সুহেল শেঠ জানান, ২০১২ সালে সঞ্জয় দত্ত পাঁচ বছরের সাজা পাওয়ার পরও এখনও তাঁর এনডোর্স করা পণ্যের বিজ্ঞাপন এখনও সংবাদপত্রে বিজ্ঞাপিত হয়। ফলে সাজা পেয়ে জেলে গেলেও সলমনের 'ব্র্যান্ড ভ্যালু' ও জনপ্রিয়তা অটুট থাকবে।

English summary
Jail term will not effect Salman Khan's brand value or popularity
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X