For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার কোপে জগন্নাথ ধামও! বন্ধ পুরীর মন্দির, সতর্কতামূলক বিবিধ ব্যবস্থা কর্তৃপক্ষের

করোনার কোপে জগন্নাথ ধামও! বন্ধ পুরীর মন্দির, সতর্কতামূলক বিবিধ ব্যবস্থা কর্তৃপক্ষের

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে দেশে। বাদ যাচ্ছে না দশের কোনও অংশ। এবার সেই করোনার কোপ পড়ল শ্রী জগন্নাথ ধামেও। করোনা সংক্রমণের লাগামছাড়া বৃদ্ধির জেরে বন্ধ করে দেওয়া হল পুরীর জগন্নাথ মন্দির। মন্দির কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে আপাতত ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে জগন্নাথ মন্দিরের ফটক।

মন্দিরে দর্শনার্থী প্রবেশাধিকার নেই, নিয়মিত পূজার্চনা

মন্দিরে দর্শনার্থী প্রবেশাধিকার নেই, নিয়মিত পূজার্চনা

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, মন্দিরে দর্শনার্থী প্রবেশাধিকার থাকবে না। তবে নিয়মিত পূজার্চনা হবে। মন্দিরে প্রবেশ করতে পারবেন সেবায়েত ও কমিটির সদস্যরা। শনিবার জেলাশাসক, পুলিশ সুপার, সেবায়েতদের সঙ্গে বৈঠক করেন মন্দির কমিটির প্রধান কৃষাণ কুমার। তারপরই মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেবায়েতদের সংক্রমণ রুখতেও একাধিক পদক্ষেপ নেওয়ার কথা হয়েছে।

চন্দনযাত্রা, স্নানযাত্রা ও রথযাত্রার আগে সতর্কতা

চন্দনযাত্রা, স্নানযাত্রা ও রথযাত্রার আগে সতর্কতা

সামনেই জগন্নাথ দেবের চন্দনযাত্রা, স্নানযাত্রা ও রথযাত্রা রয়েছে। তাই সতর্কতামূলক সমস্তরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেবায়েত ও তাঁদের পরিজনদের নিয়মিত করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পুজো ও রথ নির্মাণের সঙ্গে যুক্ত পূজারিদের দ্রুত টিকাকরণের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নীলাদ্রি ভক্ত নিবাসে কোভিড কেয়ার সেন্টার

নীলাদ্রি ভক্ত নিবাসে কোভিড কেয়ার সেন্টার

মন্দির কমিটি সতর্কতামূলক ব্যবস্থায় আরও গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছে। সেবায়েতদের সুচিকিৎসার জন্য নীলাদ্রি ভক্ত নিবাসকে কোভিড কেয়ার সেন্টারে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটি। মন্দির কমিটির প্রশাসককে নোডাল অফিসার করা হয়েছে। তিনিই চিকিৎসার বিষয়টি দেখভাল করবেন। কারও যদি শারীরিক অবস্থার অবনতি হয়, তাঁকে দ্রুত ভুবনেশ্বরে স্থানান্তরিত করার ব্যবস্থাও করা হয়েছে।

ভক্ত সমাগম ছাড়াই রথযাত্রার প্রস্তুতি

ভক্ত সমাগম ছাড়াই রথযাত্রার প্রস্তুতি

মন্দির কমিটি আরও জানিয়েছে, আগামী ১৫ মে অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হবে রথযাত্রার প্রস্তুতি। ১২ জুলাই রথযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে গত বছরের মতো এবারও ভক্ত সমাগম ছাড়াই রথযাত্রা হবে। রথযাত্রার ব্যাপারে এমনই ভাবনা-চিন্তা করেছে মন্দির কর্তৃপক্ষ।

English summary
Jagannath Temple will remain close up to May 15 due to Coronavirus pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X