For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অন্ধ্রে জগন-ঝড় স্থানীয় নির্বাচনে! ভোটিং পরিসংখ্যানে ওয়াইএসআর কংগ্রেসের অঙ্ক একনজরে

  • |
Google Oneindia Bengali News

এপ্রিল মাসের ৮ তারিখে সম্পন্ন হয়েছিল অন্ধ্র প্রদেশের স্থানীয় নির্বাচন। তবে বিরোধী তেলুগু দেশম পার্টি ও বিজেপির দায়ের করা একটি মামলার জেরে ১০ এপ্রিল ভোটের ফলাফল ঘোষণা স্থগিত হয়ে যায়। এরপর মামলার হাত ধরে রাজনীতির অঙ্ক আইনি জটিলতায় গড়িয়ে যায়। পরবর্তীকালে প্রায় ৪ মাস পরে প্রকাশিত হল অন্ধ্রপ্রদেশের স্থানীয় নির্বাচনের ফলাফল। আর তাতে দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী জগনের পার্টি ওয়াই এসআর কংগ্রেস কার্যত দাপটে বিজয় নিশান উড়িয়েছে গোটা অন্ধ্রপ্রদেশ জুড়ে। এই অবস্থায় জগন রেড্ডির পার্টির অঙ্ক কার্যত অন্ধ্র্রের রাজনৈতিক হাওয়া জানান দিয়ে দিল।

ভোট-অঙ্ক ও রাজনৈতিক হাওয়া

ভোট-অঙ্ক ও রাজনৈতিক হাওয়া

স্থানীয়স্তরের জেলা পরিষদের ভোট যখন অন্ধ্রপ্রদেশে শুরু হয়, তখন করোনা পরিস্থিতির জেরে গোটা অন্ধ্রপ্রদেশ কার্যত দ্বিতীয় স্রোতে বিধ্বস্ত ছিল। সেই সময় দেশের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন ছিল। একই সঙ্গে দেশ জুড়ে করোনার দ্বিতীয় স্রোতের প্রবল দাপট ছিল। যেখানে রাজ্যসরকারগুলি ভ্যাকসিন ও অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজনীয়তা নিয়ে সরব হতে শুরু করেছিল, সেখানে অন্ধ্রেও একই ছবি দেখা দেয়। তবে সেই কঠিন পরিস্থিতির মধ্যেই মাত্র এক দশক আগে তৈরি হওয়া অন্ধ্রপ্রদেশের আঞ্চলিক দল ওয়াইএসআর কংগ্রেস ৯০ শতাংশ মন্ডল পরিষদ দখল করে রাখে গোটা স্থানীয় নির্বাচনের নিরিখে।

৯৯ শতাংশ জেলা পরিষদ জগনের আওতায়

৯৯ শতাংশ জেলা পরিষদ জগনের আওতায়

মূলত , অন্ধ্রের রাজনীতিতে আঞ্চলিক দলই শেষ কথা বলে থাকে! সেখানে ওয়াই এসআর বনাম তেলুগুদেশম পার্টির সংঘাত বহু দিনের। সেই জায়গা থেকে সাম্প্রতিক জেলাপরিষদের ভোটে ৯৯ শতাংশ জেলা পরিষদ দখলে রাখে যুবজন শ্রমিক রায়থু কংগ্রেস বা ওয়াই এসআর কংগ্রেস। ৭৫ টি পুরসভা ও নগর পঞ্চায়েতের মধ্যে ৭৪ টিই দখলে রেখেছে ওয়াই এসআর কংগ্রেস। ফলে ১২ টি পুরসভাই আপাতত জগন শিবিরের দখলে।

 আদালতে মামলা

আদালতে মামলা

উল্লেখ্য, ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট নিয়ে জগনের দল ওয়াই এসআর কংগ্রেসের বিরুদ্ধে আদালতে যায় বিরোধী তেলুগু দেশম পার্টি ও বিজেপি। এদিকে, সেই মামলা চলার পর রবিবারই অন্ধ্রপ্রদেশ আদালত জানিয়ে দিয়েছে যে, ভোটের ফলাফল এবার প্রকাশ করতে হবে। এরপরই দেখা যায় জেলা পরিষদের ৫৫৩ টির মধ্যে ৫৪৭ টি জগন ক্যাম্প দখলে রেখেছে। এছাড়াও পুরসভার ৮,০৮৩ আসনের ফল প্রকাশের পর রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত প্রকাশিত ফলে দেখা যায় ৭,২৮৪ টি আসন তারা দখলে রেখে দিয়েছে।

 কেতায় উড়ছে জগনের বিজয় নিশান

কেতায় উড়ছে জগনের বিজয় নিশান

২০১৯ সালের অন্ধ্রপ্রদেশের বুকে প্রথম কাঙ্খিত সাফল্য পায় জগন মোহন রেড্ডির দল ওয়াই এস আর কংগ্রেস। ১৭৫ আসনের অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে তারা ১৫১ টি আসন দখল করেছিল। এরপর অন্ধ্রের মসনদে বসে রাজনৈতিক বহু হিসেব নিজের মতো করে কষতে দেখা গিয়েছে জগনকে। সাধারণ মানুষের জন্য একাধিক কল্যাণমূলক স্কিম তৈরি করেন জগন। আর তার হাত ধরেই কার্য তেলুগুভূমে তিনি ফের একবার সাফল্য পেলেন ২০১৯ লোকসবার পর। ২০১৯ লোকসভায় অন্ধ্রে ২৫ টির মদ্যে ২২ টি আসন দখলে রাখে তেলুগু দেশম পার্টির বিরোধী এই শিবির।

English summary
Andhra Pradesh local body polls result: Jaganmohan Reddy's YSR Congress sweeps the election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X