For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমরাবতী নয়, অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি

ব্রিটিশ আমলে অন্ধ্র প্রদেশের এই বন্দর শহরের নাম ছিল ভাইজ্যাক। সেখানেই রাজধানী তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Google Oneindia Bengali News

বদলে গেল অন্ধ্র প্রদেশের রাজধানী। অমরাবতী নয় এবার থেকে বিশাখাপত্তনম হল অন্ধ্রপ্রদেশের নতনু রাজধানী। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। তিনি নিজেও বিশাখাপত্তনমে বসবাস করতে শুরু করবেন বলে জানিয়েছেন। ফেব্রুয়ারি মাস থেকেই তিনি সেখানে থাকতে শুরু করবেন।

নতুন রাজধানী নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি

অন্ধ্রপ্রদেশ ভাগ হওয়ার পর থেকেই রাজধানী নিয়ে টানাপোড়েন শুরু হয়েছিল। প্রথমে হায়দরাবাদকেই দাবি করা হয়েছিল। চন্দ্রবাবু নাইডু তারপরে অমরাবতীর নাম ঘোষণা করেন। এই নিয়ে টানাপোড়েন চলছিল। জগনমোহন রেড্ডি ক্ষমতায় আসার পর থেকেই রাজধানী কোথায় হবে তা নিয়ে সংকট তৈরি হয়েছিল। অমরাবতী পছন্দ ছিল না জগনমোহন রেড্ডির। শেষ পর্যন্ত ভাইজ্যাক বা বিশাখাপত্তনমকেই রাজধানী ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জগনমোহন রেড্ডি দিল্লিতে ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক অ্যালায়েন্সের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানেই তিনি ঘোষণা করেন বিশাখাপত্তনমের নাম। সমুদ্রের পাড়ে বন্দর শহর বিশাখাপত্তনম। নৌসেনা ঘাঁটির পাশাপাশি বাণিজ্যিক বন্দরও বিশাখাপত্তনম। সেদিক থেকে ভাইজ্যাক বা বিশাখাপত্তনমের গুরুত্ব রয়েছে। ব্রিটিশরা এর নাম দিয়েছিলেন বাইজ্যাক। পরে সেটা বিশাখাপত্তনম নামকরণ করা হয়। গত বছর থেকেই রাজধানী কোথায় হবে এই নিয়ে চিন্তা ভাবনা চলছিল। তাতে তিনটি জায়গার নাম প্রস্তাব করা হয়েছিল। বিশাখাপত্তনম, অমরাবতী এবং কুর্নুল। বিশাখাপত্তনমকে সাধারণ ভাবে রাজধানী করার প্রস্তাব দেওয়া হয়েছিল। অমরাবতী হত বিধানসভার জন্য রাজধানী আর কুর্নুলকে বিচারবিভাগের রাজধানী করার প্রস্তাব দেওয়া হয়।

তারপরেই হঠাৎ করে বিশাখাপত্তনমকে রাজধানী ঘোষণা করার কথা শুনে অনেকেই চমকে গিয়েছেন। এমনকী মুখ্যমন্ত্রী নিজে সেখানে থাকতে শুরু করবেন বলেও জানিয়েছেন। হঠাৎ করে বিশাখাপত্তনমকে রাজধানী ঘোষণা করার নেপথ্যে জগনমোহন রেড্ডির কোনও রাজনৈতিক রণকৌশল রয়েছে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

English summary
Visakhapatnam is new capital of Andhra Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X