For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুলভূষণের আইনি সাহায্যে পাকিস্তানের নজরদারিতে আপত্তি জানাল ভারত

আন্তর্জাতিক আদালতের নির্দেশ মেনে কুলভূষণ যাদবকে ভারত থেকে আইনি সাহায্য নেওয়ার অনুমতি দিয়েছে ঠিকই কিন্তু কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে তারা।

Google Oneindia Bengali News

আন্তর্জাতিক আদালতের নির্দেশ মেনে কুলভূষণ যাদবকে ভারত থেকে আইনি সাহায্য নেওয়ার অনুমতি দিয়েছে ঠিকই কিন্তু কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে তারা। এমনই অভিযোগ করেছে ভারত। পাকিস্তানকে মৌখিক ভাবে এই নিয়ে আপত্তির কথাও জানিয়েছে ভারত। দেশ থেকে যে আইনি সাহায্য পাঠানো হচ্ছে কূলভূষণের জন্য তার সব কথোপকথন পাক আধিকারিকদের উপস্থিতিতে করতে হচ্ছে। এতে মামলাকারীর আইনিলড়াইয়ের গোপনীয়তা ক্ষুন্ন হচ্ছে। বাস্তবে কোনও লাভই হচ্ছে না। তাই পাকিস্তানকে ভারত জানিয়েছে কূলভূণের আইনি সহয়তা একান্তই ব্যক্তগত এবং গোপন এবং আরোগ্যমূলক করতে চান তাঁরা। সেখানে পাকিস্তানের নজরদারিতে আপত্তি রয়েছে ভারতের। কারণ এটা দৈনিন্দিন মামলার মতো নয়। আইনজীবী প্রতিদিন কূলভূষণের সঙ্গে দেখাও করতে আসবেন না।

কুলভূষণের আইনি সাহায্যে পাকিস্তানের নজরদারিতে আপত্তি জানাল ভারত

এই আইনিলড়াইয়ের জন্য আইনজীবীর সঙ্গে কথা বলার সময় কোনও পাক আধিকারিকের উপস্থিতি একেবারেই পছন্দ নয় ভারতের। এর কোনও রেকর্ডিংও যেন করা না হয়। এসে মামলার গোপনীয়তা বজায় থাকবে না বলে জানিয়েছে ভারত। কোনও রকম পাক আধিকারিকের উপস্থিতি ছাড়াই কূলভূষণের সঙ্গে তাঁর আইনজীবীকে কথা বলতে দেওয়া হোক বলে দাবি জানিয়েছে ভারত। কারণ কূলভূষণকে ফাঁসির সাজা দিয়ে পাকিস্তান আগে থেকেই ভিয়েনা চুক্তি লঙ্ঘন করেছে।

আন্তর্জাতিক আদালতে মুখ পুড়েছে তাদের। এক প্রকার বাধ্য হয়েই কূলভূষণকে আইনি সাহায্যের অনুমতি দিয়েছে ইসলামাবাদ। কিন্তু তারপরেও এই বাড়তি নজরদারি সমস্যা তৈরি করছে বলে অভিযোগ দিল্লির।

English summary
Jadhav’s was a case of remedial, and not regular, consular access, india said to Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X