For Quick Alerts
For Daily Alerts
রাজৌরিতে জঙ্গি অনুপ্রবেশ রুখে দিল সেনা, মৃত ১ জঙ্গি
রাজৌরি ,২১ ফেব্রুয়ারি : জম্মু কাশ্মীরের রাজৌরির কেরি সেক্টরে জঙ্গি অনুপ্রবেশ রুখে দিল সেনা। বিএসএফের ১৬৩ নম্বর ব্যাটেলিয়ানের তৎপরতায় নাস্তানাবুদ করা হয় জঙ্গিদের নাশকতার ছক। ঘটনায় নিহত ১ জঙ্গি।
কাশ্মীরে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায়, ক্রমাগত গুলির লড়াইয়ের মাঝে পড়ে, পালিয়ে যায়, দুই জঙ্গি। এদিকে, মৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার করা হয়েছে, রাইফেল, ম্যাগাজিন , নাইটভিশন চশমা সহ বহু জিনিস।

এর আগে ভারতীয় সেনার এক রিপোর্টে জানানো হয়, ২০১৭ সালের প্রথম দুমাসের মধ্যে জম্মু কাশ্মীর ২২ জন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। ২০১০ সালের পর এই প্রথম এত বেশি সংখ্যায় জঙ্গি নিকেশ হল। এই সমস্ত এনকাউন্টার গুলির মধ্যে রয়েছে সাম্প্রতিক তম কুলগাম , বান্দিপোরা এনকাউন্টারের মতো ঘটনা। যেখানে সেনার তরফে জঙ্গি অনুপ্রবেশ রুখে দিয়ে , নিকেশ করা হয় বহু জঙ্গি।