For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর ভারতের অংশ, যারা আজাদি চাইছে তারা দেশ ছাড়ুন : গৌতম গম্ভীর

জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। যারা আজাদি চাইছেন তারা দেশ ছাড়তে পারেন। এমনটাই মন্তব্য করেছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৩ এপ্রিল : জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। যারা আজাদি চাইছেন তারা দেশ ছাড়তে পারেন। এমনটাই মন্তব্য করেছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর।

স্যোশাল নেটওয়ার্কিং মাইক্রোব্লগিং সাইট টুইটারে গম্ভীর লিখেছেন, ভারত বিরোধীরা ভুলে গিয়েছেন যে আমাদের তেরঙা পতাকার তিন রঙ হিংসা, জেহাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধেই কথা বলে।

কাশ্মীর ভারতের অংশ, যারা আজাদি চাইছে তারা দেশ ছাড়ুন : গম্ভীর

গম্ভীরের মতে, আমাদের সেনার উপরে একটা আঘাত নেমে এলে ১০০ জেহাদির প্রাণ যায়। ফলে যারা আজাদি চান, তারা চলে যেতে পারেন কারণ কাশ্মীর আমাদের অংশ। এছাড়া একটি ভিডিও গম্ভীর পোস্ট করেছেন যেখানে আমজনতা সেনা জওয়ানকে লাথি মারছে বলে দেখা গিয়েছে। কাশ্মীরে জনতার হাতে সেনা ও আধাসেনাকে নিগৃহীত হতে হয়েছে বলেও জানিয়েছেন গম্ভীর।

বস্তুত গতবছরের মাঝামাঝি থেকেই হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির এনকাউন্টারের পর থেকে দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে কাশ্মীর। সেখানকার আমজনতা বিচ্ছিন্নতাবাদীদের বাঁচাতে সেনার উপরে বারবার আঘাত হানছেন। ইঁটের ঘায়ে বেশ কয়েকজন সেনাকর্মী আহত হয়েছেন, বহু আমজনতারও প্রাণ গিয়েছে। আর এই পুরো ঘটনার পিছনে পাকিস্তানের ষড়যন্ত্র রয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

English summary
J&K belongs to us, those who want Azadi can leave: Gautam Gambhir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X