For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা চিকিৎসা থেকে বাদ আইভারমেক্টিন এবং হাইড্রক্সিক্লোরোকুইন, নয়া নির্দেশিকা আইসিএমআর-র

করোনা চিকিৎসা থেকে ছেঁটে ফেলা হল আইভারমেক্টিন এবং হাইড্রক্সিক্লোরোকুইনকে

  • |
Google Oneindia Bengali News

টিকা আবিষ্কারের পূর্বে করোনা দমাতে মাঠে নামানো হয়েছিল একাধিক জীবনদায়ী ওষুধকে। শুরুতে একাধিক ওষুধকে কার্যকরী বলে মনে হলেও সময় গড়াতেই ভাঙে ভুল। এবার কোভিড চিকিৎসার নির্দেশিকা থেকে আইভারমেক্টিন(Ivermectin) এবং হাইড্রক্সিক্লোরোকুইনকে(Hydroxychloroquine) বাদ দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর(ICMR)।

ছেঁটে ফেলা হল দুই ওষুধকে

ছেঁটে ফেলা হল দুই ওষুধকে

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকরাও দাবি করেছিলেন করোনা নিরাময়ে কাজে আসথে না দুই ওষুধ উপযোগী নয়। এমনকী আইভারমেক্টিন নিয়ে সমীক্ষা চালাতে দেখা যায় এইমসও। সেখানও উঠে আসে একই ফলাফল। কোভিড প্রতিরোধে যে বিশেষ ছাপ ফেলছে দুটি ওষুধই তা বারেবারেই বলে বিশেষজ্ঞরা। তারপর থেকেই কোভিড চিকিৎসায় এই দুই ওষুধের কার্যকারিতা নিয়ে ওঠে প্রশ্ন। অবেশেষে তালিকা থেকেই ছেঁটে ফেলল আইসিএমআর।

 কী বলছে আইসিএমআর

কী বলছে আইসিএমআর

অন্যদিকে কোভিডের উপর এই দুই ওষুধের কার্যকারিতার প্রমাণ যে মেলেনি তা স্বীকার করে নিয়েছেন আইসিএমআর-এর সংক্রামক রোগ বিভাগের প্রধান সমীরণ পন্ডা। বিশেষজ্ঞদের পরামর্শ ও দীর্ঘ আলাপ-আলোচনার পরেই অবশেষে দুই ওষুধকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইসিএমআর-র তরফে। এদিকে এর আগে অগাস্টেই কোভিড চিকিৎসায় আইভারমেক্টিন এবং হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছিল স্বাস্থ্য মন্ত্রকের ডাইরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস (DGHS)।

ডিজিএইচএস-র দাবিকে মান্যতা হু-র

ডিজিএইচএস-র দাবিকে মান্যতা হু-র

এই ক্ষেত্রে বলে রাখা ভালো অনেক বিশেষজ্ঞই এই দুই ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেও শুরু থেকেই এই দুই ওষুধের পক্ষেই সওয়াল করে গিয়েছে আইসিএমআর। এমনকী এ নিয়ে ডিজিএইচএস এবং আইসিএমআর-এর বিশেষজ্ঞদের মধ্যে একটা মতপার্থক্য তৈরি হয়। সেই জলও গড়ায় অনেক দূর। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঠে নামলে চাপে পড়ে আইসিএমআর। এদিকে শুরু থেকেই ডিজিএইচএস-র দাবিকেই মান্যতা দিয়ে আসছিল হু(WHO)।

চলে সমীক্ষা

চলে সমীক্ষা

এদিকে অ্যান্টি-প্যারাসাইটিক ওষুধ আইভারমেক্টিনে যে করোনা ভাইরাসের সংক্রমণ কমে না তা বারেবারেই বলছিল এইমস। এমবকী ১৫৭ জন রোগীর উপর এই সংক্রান্ত সমীক্ষা চালানো হয়। কিন্তু তারপরেও তাতে মান্যতা দেয়নি আইসিএমআর। অবশেষে হল বোধদয়। আর এরফলে করোনা রোগীদের বাড়তি খরচ বাচার পাশাপাশি সঠিক পদ্ধতিতে রোগ নিরাময়ের রাস্তাও যে এবার আরও সহজ হবে তা বলার অপেক্ষা রাখে না।



খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
ivermectin and hydroxychloroquine excluded from corona treatment new guidelines from icmr
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X