For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যাঙ্গালোর হল বেঙ্গালুরু, মাইসোর মাইসুরু!

Google Oneindia Bengali News

ব্যাঙ্গালোর হল বেঙ্গালুরু, মাইসোর মাইসুরু!
বেঙ্গালুরু, ১ নভেম্বর : নাম বদলাল তথ্য ও প্রযুক্তি কেন্দ্রের শহর ব্যাঙ্গালোরের। ১ নভেম্বর থেকে ব্যাঙ্গালোরের নাম হল বেঙ্গালুরু। ব্যাঙ্গালোর-সহ কর্ণাটকের মোট ১১ টি শহরের নাম বদল হচ্ছে আজ থেকেই। এই সব শহরগুলির পুরনো কন্নড় নামগুলিই আবার ফিরে আসছে আজ থেকে।

এই নাম বদলের দিন হিসাবে আজকের দিনটিকেই বেছে নেওয়ার পিছনে একটা বৈশিষ্ট রয়েছে। আজ কর্ণাটক রাজ্যোৎসব। অর্থাৎ কর্ণাটকের প্রতিষ্ঠা দিবস। কর্ণাটকের বয়স হল ৬৮ বছর। গত ১৭ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কর্ণাটকের ১২ টি শহরের নামপরিবর্তনের প্রস্তাবে সম্মতি জানায়। কন্নড় ভাষার উচ্চারণের কথা মাথায় রেখে ব্যাঙ্গালোর যেমন হয়েছে বেঙ্গালুরু, ম্যাঙ্গালোর তেমনই হয়েছে ম্যাঙ্গালুরু।

যে নামগুলি পরিবর্তিত হয়েছে সেগুলি হল, বেলারি হল বেল্লারি, বেলগম হল বেলাগাভী, হুবলি হল হুব্বল্লি, টুমকুর হল টুমুকুরু, মাইসোর হল মাইসুরু, বীজাপুর হল ভীজাপুরা, চিকমঙ্গলুর হল চিক্কামঙ্গালুরু, গুলবার্গ হল কালাবুরাগি, হোসপেট হল হোসাপেটে এবং শিমোগা হল শিবামোগ্গা।

English summary
It's Official: From today, Bangalore becomes Bengaluru, Mysore becomes Mysuru
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X