For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাবরি নিয়ে বিক্ষোভ JNU তে, ফের উঠল বিজেপি বিরোধী স্লোগান

বাবরির ওপর ভিত্তি করে দেখানো হয় চলচ্চিত্র

  • |
Google Oneindia Bengali News

ভেঙে পড়া বাবরি মসজিদের পুনর্নির্মাণের দাবিতে ক্যাম্পাসের ভিতরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (JNU) একটি বিক্ষোভ মিছিল করেন। সোমবার ২৯ বছর পূর্ণ হল বাবরি ধ্বংসের। আর এদিন রাতে মসজিদ ভাঙার জন্য বিক্ষোভ মিছিল করে JNU এর ছাত্র সংসদ। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য রামমন্দিরকে পুলিশ কড়া নিরাপত্তায় রাখল।

মিছিল করে JNU-র ছাত্রছাত্রীরা

মিছিল করে JNU-র ছাত্রছাত্রীরা

JNU এর শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে দিতে ক্যাম্পাসের ভিতর থেকে মিছিল বাইরে বের হয়। প্রতিবাদ মিছিলটি চলে চন্দ্রভাগা ছাত্রাবাস পর্যন্ত। যেখানে ছাত্র নেতারা মসজিদের পুনর্নির্মাণের দাবিতে বক্তব্য রেখেছিলেন। ক্যাম্পাসের মধ্যে থেকে বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয় যেখানে দেখা গিয়েছে অনেক শিক্ষার্থীকে বিজেপি, আরএসএস এবং মোদী সরকারের বিরুদ্ধে বিতর্কিত স্লোগান দিতে।

 বাবরির ওপর ভিত্তি করে দেখানো হয় চলচ্চিত্র

বাবরির ওপর ভিত্তি করে দেখানো হয় চলচ্চিত্র

এর আগেও রবিবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (JNU) ক্যাম্পাসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে বাবরি মসজিদ ধ্বংসের উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র দেখানো হয়। এক্ষেত্রে শিক্ষার্থীদের বলেন এই জাতীয় কোনও ফিল্ম প্রচার করা যাবে না। যদি আর এরকম ঘটনা আর ঘটে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

JNU-এর সভাপতি বাবরি নিয়ে কি বললেন

JNU-এর সভাপতি বাবরি নিয়ে কি বললেন

JNU-এর সভাপতি ঐশী ঘোষ বলেন, বাবরি মসজিদের পরে, বিজেপির পরবর্তী লক্ষ্য কাশী। যা নিয়ে তারা পরে কাজ শুরু করবে। আর আমরা বিশেষ দিনে বাবা সাহেবকে স্মরণ করি। পাশাপাশি আমরা নাগাল্যান্ডে বেসামরিক হত্যার নিন্দাও করছি। BJP ও RSS উন্নয়নের নামে কিছুই করেনি, কিন্তু তারা ধর্মের নামে, আইনশৃঙ্খলার নামে আমাদের বিভক্ত করছে।

উল্লেখ্য,২০১৯ সালের সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পরেই ২০২১ সালে ৫ অগস্ট বাবরি মসজিদের জমিতে রামমন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। হিন্দুবাদী সংগঠনগুলি ছয় ডিসেম্বর মথুরার শাহি ইদগাহে ধর্মীয় আচার পালন করার বিষয়ে একটি কর্মসূচি ঘোষণা করেন। তাঁরা ঘটনা প্রসঙ্গে দাবি করে বলেন, মসজিদ আসলে কৃষ্ণের অবতার। রামচন্দ্রের আসল জন্মস্থান। আর এটি শোনার পরেই প্রশাসন প্রায় নড়েচড়ে বসে। উত্তাল হয়ে ওঠে গোটা মথুরা জেলা। ওই শহরে প্রায় ৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়। আর ওই জেলার বিভিন্ন দর্শনীয় স্থানগুলিতেই যাতায়াতে জন্য জারি করা হয় নিষেধাজ্ঞার।

প্রতীকী ছবি

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia


English summary
its been 29 years jnu students protest against babri
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X