For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ নিয়ে পাকিস্তানের দুরভিসন্ধি! গোয়েন্দা রিপোর্টে গোপন পাক-ছক ঘিরে আশঙ্কা

  • |
Google Oneindia Bengali News

গোটা দেশে এনআরসি হবে , একথা আগেই সংসদে দাঁড়িয়ে জানিয়ে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই ঘোষণার পর এবার বহু প্রতিক্ষিত নাগরিকত্ব সংশোধনী বিল এদিন সংসদে পেশ করতে চলেছেন 'বিজেপির চাণক্য'। প্রসঙ্গত, রাজ্যসভায় এই বিল পাশ নিয়ে বিজেপির সামনে ভোটাভুটির রাজনৈতিক অঙ্ক একটি বড় প্রসঙ্গ। তবে, রাজনৈতিক আঙিনার বাইরে এবার দেশের নিরাপত্তা নিয়ে এই বিল প্রসঙ্গে দুশ্চিন্তা প্রকাশ করেছে ভারতের গোয়েন্দা বিভাগ 'RAW'। এই বিলকে হাতিয়ার করে পাকিস্তান নয়া ছক তৈরি করতে পারে বলে মনে করছে ভারতীয় গোয়ান্দা বিভাগ।

 'র' এর রিপোর্ট কী বলছে?

'র' এর রিপোর্ট কী বলছে?

এক সর্বভারতীয় সংবাদপত্রের তথ্য অনুযায়ী, ভারতীয় গোয়েন্দারা নাগরিকত্ব সংশোধনা বিল নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন। চলতি বছরের জানুয়ারি মাসেই ভারতীয় গোয়েন্দাদের তরফে জানানো হয়েছিল , পাকিস্তান নিজের সুবিধার জন্য ভারতে নাকতা ছড়ানোর হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারে নাগরিকত্ব সংশোধনী আইনকে। এক্ষেত্রে পকিস্তান আইনি পথেই ভারতে পাক নাগরিকদের ঢুকিয়ে দিতে পারে নয়া কৌশলে।

 'র' এর রিপোর্টে কোন কোন পর্যবেক্ষণ উঠে এসেছে?

'র' এর রিপোর্টে কোন কোন পর্যবেক্ষণ উঠে এসেছে?

ভারতীয় গোয়েন্দা ও গুপ্তচরবিভাগ 'র' এর রিপোর্টে বলা হয়েছিল, নাগরিকত্ব আইনে এমন কোনও অংশ যেন না রাখা হয়, যাতে আমাদের বিপদ ঘনিয়ে আনতে পারে এমন কোনও দেশ তার সুবিধা নিতে পারে। রিপোর্ট বলছে,ভারতের বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যেন দুরাভিসন্ধিমূলক কাজে সুবিধা না করতে পারে, সেদিকে নজর দিতে হবে। এরজন্য কোনও আইনি রাস্তা যেন বিদেশী শক্তিগুলির সামনে না খোলা থাকে সেদিকটি লক্ষ্য রাখতে হবে। এটা দেশের সুরক্ষার পক্ষে অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়।

 কোন আশঙ্কা ভারতীয় গোয়েন্দাবিভাগের

কোন আশঙ্কা ভারতীয় গোয়েন্দাবিভাগের

গোয়েন্দা বিভাগের রিপোর্টে বলা হয়েছে পাকিস্তান , ভারতের নাগরিকত্বস সংশোধনী বিলের সুযোগ নিয়ে ভারতের ভিতর পাকিস্তানিদের ঠেলে দিতে পারে। কারণ, নাগরিকত্ব সংশোধনী বিলে বলা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের মতো প্রতিবেশী দেশ থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন,খ্রিষ্টান, পারশি উদ্বাস্তুদের জায়গা দেবে ভারত। আর সেই সূত্র ধরেই, পাকিস্তানের তরফে সেদেশের হিন্দুদের ভারতের দিকে ছেলে দিতে পারে ইসলামাবাদ। এমনই আশঙ্কা প্রকাশ করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা।

 কতজন উপকৃত হতে পারে এই বিলে?

কতজন উপকৃত হতে পারে এই বিলে?

গোয়েন্দাদের রিপোর্ট বলছে, এই বিলের দ্বারা, উপকৃত হতে পারেন ৩১,৩১৩ জন হিন্দু। যাঁরা বর্তমানে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের সংখ্যালঘু হিসাবে পরিগণিত হচ্ছেন।

 বিদেশী শক্তির আস্ফালন কমাতে মোদীর সরকারের বন্দোবস্ত

বিদেশী শক্তির আস্ফালন কমাতে মোদীর সরকারের বন্দোবস্ত

নাগরিকত্ব বিলের হাত ধরে যাতে উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিদেশী শক্তি আস্ফালন ফেলতে না পারে, তার জন্য উত্তরপূর্বের বিভিন্ন রাজ্যের জন্য বিশেষ কয়েকটি প্রস্তাব রয়েছে বিলে। বিশেষ করে এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে মণিপুরকে। এই বিলের আওতায় থাকছে না সেই সমস্ত জায়গা যারা ষষ্ঠ তফশিলের আওতায় রয়েছে বর্তমানে তথা ' ইনার লাইন পারমিট রেজিম' এর আওতায় রয়েছে। বিলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে যাঁর অ-মুসলিম তাঁরা উত্তরপূর্বের রাজ্য়গুলিতে প্রবেশাধিকারের আওতার বাইরে থাকবেন।

English summary
Pak May Use India's Citizenship Amendment Bill in their own interest, RAW raises concerns.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X