For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Y‌oga Day 2022: ১৭ হাজার ফুট উঁচ্চতায় যোগাসন করে চমক দিলেন ITBP জওয়ারা

Y‌oga Day 2022: ১৭ হাজার ফুট উঁচ্চতায় যোগাসন করে চমক দিলেন ITBP জওয়ারা

Google Oneindia Bengali News

আজ যোগ দিবস। গোটা দেশে সকাল থেকে যোগাসন করে দিনটি উদযাপন করছেন দেশবাসী। আসমুদ্র হিমাচল যোগাভ্যাসে মেতেছে আজ। ১৭,০০০ ফুট উচ্চতায় যোগাসন করে সকলকে চমকে দিলেন আইটিবিপির জওয়ানরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। তুষারে ঢাকা হিমালয়ের মাঝে কনকনে ঠান্ডায় যোগাভ্যাস করছেন তাঁরা।

১৭ হাজার ফুট উঁচ্চতায় যোগাসন করে চমক দিলে ITBP জওয়ারা

আন্তর্জাতিক যোগ দিবসে হিমালয় থেকে কন্যাকুমারী সর্বত্র যোগাসনে করছেন দেশবাসী। কনকনে ঠান্ডার মধ্যেও যোগাসনে চমক দিয়েছেন আইটিবিপির জওয়ানরা। ১৭,০০০ ফুট উচ্চতায় যোগাসন করতে দেখা গিয়েছে তাঁদের। মাইনাসে থাকে যেখানে তাপমাত্রা। কনকনে ঠান্ডায় যাকে বলে যবুথবু হয়ে যেতে হয়। সাধারণ মানুষের পক্ষে দিন যাপন অসম্ভব েযখানে সেখানে দিবারাত্র দেশ পাহারায় থাকেন আইটিবিপির জওয়ানরা।

মঙ্গলবার সেখাই কনকনে ঠান্ডাতেই খালি গায়ে যোগাসন করে বিশ্ব যোগ দিবস উদযাপন করলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই সব ছবি এবং ভিডিও। তুষারে ঢাকা বরফের মধ্যে তাঁরা যোগাসন করেছেন। তাও আবার খালি গায়ে। যোগাসনই যে শরীর সুস্থ রাখার একমাত্র পথ সেটা আবারও বুঝিয়ে দিয়েছেন তাঁরা। শুধু আইটিবিপি জওয়ানরা নন। দেশের বিভিন্ন সীমান্তে প্রহরারত জওয়ানরা যোগাভ্যাসের মাধ্যমে বিশ্ব যোগ দিবস উদযাপন করেছেন।

সিকিম থেকে অরুণাচল প্রদেশ। লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডেও জওয়ানরা যোগাসনের মাধ্যমে বিশ্বযোগ দিবস উদযাপন করেছেন। হিমাচল প্রদেশের সীমান্তে ১৬,৫০০ ফুট উচ্চতায় যোগাসন করেছেন আইটিবিপি জওয়ানরা। উত্তরাখণ্ডে ১৪,৫০০ ফুট এবং ১৬,০০০ ফুট উচ্চতায় যোগাসন করেছেন আইটিবিপির জওয়ানরা।
অরুণাচল প্রদেশের ১৭,৫০০ ফুট উচ্চতায় যোগাসন করে চমক দিয়েছেন। গুয়াহাটিতে লাচিত ঘাটে ব্রহ্মপুত্র নদের পাড়ে যোগাসন করেছেন আইটিবিপি জওয়ানদের ৩৩ নম্বর ব্যাটেলিয়ন।

সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে মাইসোর প্যালেসে যোগাসন করে বিশ্ব যোগ দিবসের সূচনা করেন। সেখানে তিনি বলেছেন যোগাসন এখন আর জীবনের প্রয়োজন নয়। জীবন যাপনের অংশ হয়ে দাঁড়ায়িছে। এক মাত্র যোগাসনের মাধ্যমেই শরীর এবং মন উভয়কেই সুস্থ রাখা যায়।

ভিডিও: শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ম্যাচে আম্পায়ারের ভূমিকায় থেকেই অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে উদ্যোগী ধর্মসেনাভিডিও: শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ম্যাচে আম্পায়ারের ভূমিকায় থেকেই অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে উদ্যোগী ধর্মসেনা

English summary
International Yoga Day 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X