For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিন কর্মীকে গুলি করে নিজে আত্মঘাতী আইটিবিপি সেনা, চাঞ্চল্য সেনা ক্যাম্পে

Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার একটি ক্যাম্পে নিজেকে গুলি করে আত্মহত্যা করল এক ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) জওয়ান। জানা গিয়েছে যে নিজেকে গুলি করে শেষ করে ফেলার আগে সে তার তিন সহকর্মীকে সে গুলি করে বলে জানা গিয়েছে।

তিন কর্মীকে গুলি করে নিজে আত্মঘাতী আইটিবিপি সেনা, চাঞ্চল্য সেনা ক্যাম্পে

আজ শনিবার ঘটনাটি বেলা সাড়ে তিনটার দিকে জেলার দেবিকা ঘাট কমিউনিটি সেন্টারে ঘটে। জানা গিয়েছে ওই জওয়ানের নাম ভূপেন্দ্র সিং। তিনি তার সহকর্মীদের গুলি করেন। যার ফলে একজন হেড কনস্টেবল এবং দুই কনস্টেবল গুলিবিদ্ধ হন। এমনটাই জানিয়েছে আইটিবিপির একজন সিনিয়র অফিসার।

আহতদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং তাঁরা বিপদমুক্ত, বলে জানা গিয়েছে। কনস্টেবল সিং পরে ইনসাস সার্ভিস রাইফেল থেকে নিজেকে গুলি করেন এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি বাহিনীর চতুর্থ ব্যাটালিয়নে কাজ করতেন এবং বর্তমানে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইটিবিপি-র ২য় অ্যাড-হক ব্যাটালিয়নের 'এফ' কোম্পানিতে নিযুক্ত ছিলেন। বর্ডার গার্ডিং ফোর্সকে কোর্ট অব ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে বলে এক আইটিবিপি কর্মকর্তা জানিয়েছেন।

গত ১০ জুন কলকাতার রাস্তায় খানিকটা এমন ঘটনা ঘটেছিল। ভরদুপুরে এলোপাথাড়ি গুলি চলে। এক পুলিশকর্মী হঠাৎ রাস্তায় নেমে ওপেন ফায়ার করতে শুরু করে। অসংখ্য গুলি চালান নিমেষের মধ্যে। বাংলাদশ হাই কমিশনের ঠিক পিছনের রাস্তাতেই এই ঘটনা ঘটে। পুলিশের ছোঁড়া গুলি লাগে বাইক আরোহী এক মহিলার। তিনি ঘটনাস্থলেই মারা যান। এরপর আত্মঘাতী হন পুলিশকর্মীও।

সেদিন এক পুলিশকর্মী আচমকাই রাস্তায় নেমে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। গুলি চালানোর এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পার্ক সার্কাস এলাকায়। পুলিশের এমন বেপরোয়া কাণ্ড কারখানায় ভয় পেয়ে সবাই উদভ্রান্ত হয়ে ছুটতে শুরু করে। প্রাণ বাঁচাতে মানুষ ছুটতে থাকে।

এই পরিস্থিতিতে বাইকে করে এক মহিলা আসছিলেন। তাঁর পিছনে গুলি লাগে। তিনি বাইক থেকে ছিটকে পড়েন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলেই মারা যান ওই মহিলা। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১০-১২ রাউন্ড গুলি চালান। তারপর নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হন। পার্কসার্কাসের রাস্তায় পড়ে থাকে দুই রক্তাক্ত দেহ। ভয়ঙ্কর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

বাংলাদেশ হাই কমিশনারে কর্মরত ছিলেন ওই পুলিশ অফিসার। হাই কমিশনারের আউট পোস্টে কর্তব্যরত অবস্থায় আচমকাই রাস্তায় নেমে গুলি চালাতে শুরু করেন বলে বলেছিলেন প্রত্যক্ষদর্শীরা। তাঁর এসএলআর রাইফেল থেকে গুলি চালানো হয় বলে জানা গিয়েছিল।

English summary
ITBP jawan shoot himself along with his three colleagues
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X