For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজেট শুনে কী প্রতিক্রিয়া মনমোহনের, কোন অভিযোগে সরব তিনি

লোকসভা নির্বাচনের আগে শেষবার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করল মোদী সরকার।

  • |
Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদী সরকারের কার্যকালের পাঁচ বছর হতে চলল। লোকসভা নির্বাচনের আগে শেষবার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করল মোদী সরকার। কৃষকদের যেমন নানা সুবিধা দেওয়ার ঘোষণা হয়েছে, তেমনই মধ্যবিত্ত শ্রেণির জন্যও আয়করে বড় ছাড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল।

বাজেট শুনে কী প্রতিক্রিয়া মনমোহনের, কোন অভিযোগে সরব তিনি

এই বাজেট শুনে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা স্বনামধন্য অর্থনীতিবিদ মনমোহন সিং মনে করছেন, এর ফলে মে মাসে যে নির্বাচন রয়েছে তাতে প্রভাব পড়বে। এই বাজেটকে নির্বাচনী বাজেট বলে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।

মনমোহন সিং নরসীমা রাওয়ের সরকারের অর্থমন্ত্রী ছিলেন। ১৯৯১ সালে তাঁর হাত ধরেই ভারতের বাজার উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। আর কয়েকমাস পরে লোকসভা ভোট অনুষ্ঠিত হবে। সেখানে মনমোহনের আশঙ্কা কতদূর সত্যি হয় সেটাই দেখার।

[আরও পড়ুন;গোয়েলের জনমোহিনী বাজেট শুনে কী বললেন অসুস্থ অরুণ জেটলি ][আরও পড়ুন;গোয়েলের জনমোহিনী বাজেট শুনে কী বললেন অসুস্থ অরুণ জেটলি ]

ঘটনা হল, কিছুদিন আগে হওয়া পরপর বেশ কয়েকটি বিধানসভা নির্বাচনে বিজেপি বেশ কয়েকটি রাজ্যে হেরে বসেছে। এই অবস্থায় জনমোহিনী বাজেট তৈরি করে লোকসভা ভোটে ফায়দা তোলার চেষ্টা করছে কেন্দ্র। এমনই অভিযোগ করেছে কংগ্রেস।

[আরও পড়ুন;বাজেটে কল্পতরু! এক লাফে সেনসেক্স বাড়ল ৫০০ পয়েন্ট, চাঙা শেয়ার বাজার ][আরও পড়ুন;বাজেটে কল্পতরু! এক লাফে সেনসেক্স বাড়ল ৫০০ পয়েন্ট, চাঙা শেয়ার বাজার ]

প্রসঙ্গত, এদিন আয়করে ছাড়ের সীমা আড়াই লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এর ফলে কয়েক কোটি কর দাতাকে এর মধ্যে আয় হলে কোনও আয়কর দিতে হবে না। এর পাশাপাশি বীমা সহ নানা খাতে দেড় লক্ষ টাকা অতিরিক্ত কর ছাড় হওয়ায় সবমিলিয়ে সাড়ে ৬ লক্ষ টাকা পর্যন্ত আয় করলে কোনও কর দিতে হবে না বলে কেন্দ্র ঘোষণা করেছে।

English summary
It's an election budget, Manmohan Singh criticises Modi govt budget
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X