For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সর্দার প্যাটেল 'কার'! নির্বাচনের মুখে মোদী জবাব দিলেন অনেক প্রশ্নের

পাঁচ রাজ্যে ভোটের মুখে সর্দার বল্লভভাই প্যাটেলকে দিয়ে কার্যত কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

পাঁচ রাজ্যে ভোটের মুখে সর্দার বল্লভভাই প্যাটেলকে দিয়ে কার্যত কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলা যেতে পারে এদিন স্ট্যাচু অফ ইউনিটির উদ্বোধনের পর কংগ্রেসের তরফে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া প্যাটেলকে কার্যত ছিনিয়ে নিলেন কংগ্রেসের কাছ থেকে। কংগ্রেস যে সর্দার প্যাটেলের স্মৃতিতে কিছুই করেনি, তা ভাষণে বুঝিয়ে দেন তিনি।

'কংগ্রেসি' প্যাটেলকে কাড়লেন মোদী

কংগ্রেসি রাজনীতি করেছেন, কিন্তু তাঁকে নিয়েই রাজনীতি বিজেপির। বলা ভাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর এমন এক সময় যখন গুজরাতের প্রতিবেশী রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে বিজেপির সঙ্গে জোর লড়াই চলছে কংগ্রেসের। স্ট্যাচু অফ ইউনিটির উদ্বোধনী অনুষ্ঠানে বল্লভভাই প্যাটেলকে তুলে ধরতে গিয়ে কার্যত কংগ্রেসকেই কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। দেশের অগ্রণী ব্যক্তিত্ব, যিনি না থাকলে সোমনাথ কিংবা গিরে সিংহ দেখতে কিংবা হায়দরাবাদে যেতে গেলে ভিসা লাগত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এহেন ব্যক্তির মৃত্যুর পর তাঁর স্মৃতি রক্ষার্থে তৎকালীন কংগ্রেস সরকার কিংবা পরবর্তী সময়ে কংগ্রেস সরকার কিছুই করেনি।

চিন্তা তাঁরই

অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি এই স্ট্যাচু অফ ইউনিটির কথা চিন্তা করেছিলেন। আর প্রধানমন্ত্রী হয়ে এর রূপায়ন হল।

ইতিহাস থেকে মুছে ফেলা কঠিন

সরাসরি কংগ্রেসকে আক্রমণ না করলেও, প্রধানমন্ত্রী বলেন, বল্লভভাই প্যাটেলকে ইতিহাস থেকে মুছে ফেলা কঠিন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি তরফে কংগ্রেসের দিকে লক্ষ্য করে বারবার বলা হয়েছে, এদেশের একটি রাজনৈতিক দল শুধুমাত্র একটি পরিবারকেই তুলে ধরার চেষ্টা করেছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

ভারতের অস্তিত্ব নিয়ে যাঁদের প্রশ্ন, জবাব তাঁদের

ভারতের অস্তিত্ব নিয়ে যাঁদের প্রশ্ন, জবাব তাঁদের

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যাঁদের কাছে ভারতের অস্তিত্ব নিয়েই প্রশ্ন আছে, স্ট্যাচু অফ ইউনিটি তাদেরকেও জবাব। রাজনীতিবিদদের একাংশ এক্ষেত্রে প্রতিবেশী শত্রু দেশের থেকে দেশে বিরোধীদের কার্যত আক্রমণ করেছেন বলেই মনে করছেন। কেননা রাফালে নিয়ে বিদেশ থেকে দেশ, অস্বস্তিতে মোদী সরকার। সিবিআই-এ লড়াই নিয়েও বিপাকে সরকার। সেই পরিস্থিতিতে নিজের অস্তিত্ব জাহির করলেন নরেন্দ্র মোদী। এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

English summary
It’s an answer to those who question India’s existence’, PM told after unveils Sardar Patel’s Statue of Unity
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X