For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Whatsapp-এর টুইট করা মানচিত্রে উধাও POK! দেখানো হল না চিন সীমান্তের বিতর্কিত এলাকাও

বিশ্বের সবথেকে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ! আর সেখানেই কিনা ভুল দেখানো হল ভারতের মানচিত্রকে। আর তা সামনে আসতেই হৈচৈ! শুধু তাই নয়, এই বিষয়ে মোদী সরকারের তরফেও কড়া বার্তা দেওয়া হয়েছে। যদিও ইতিমধ্যে জনপ্রিয় এই অ্যাপ

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের সবথেকে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ! আর সেখানেই কিনা ভুল দেখানো হল ভারতের মানচিত্রকে। আর তা সামনে আসতেই হৈচৈ! শুধু তাই নয়, এই বিষয়ে মোদী সরকারের তরফেও কড়া বার্তা দেওয়া হয়েছে। যদিও ইতিমধ্যে জনপ্রিয় এই অ্যাপের তরফে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে।

এবং তড়িঘড়ি ওই বিতর্কিত মানচিত্র হোয়াটস অ্যাপের তরফে সরিয়ে নেওয়া হয়েছে বলে খবর।

বিতর্কিত ম্যাপ

বিতর্কিত ম্যাপ

সামনেই নতুন বছর! হাতে আর মাত্র কয়েক ঘন্টা। যদিও ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ নতুন বছরকে স্বাগত জানিয়েছে। এই অবস্থায় হোয়াটস অ্যাপের তরফে নতুন সালকে মাথায় রেখে একটি টুইট করা হয়। আর সেখানে গোটা বিশ্বের একটি ছবি তুলে ধরা হয়। আর তাতে ভারতের মানচিত্র ব্যবহার করা হয় হোয়াটস অ্যাপের তরফে। তাতেই বিতর্ক তৈরি হয়। হোয়াটস অ্যাপের তরফে যে ম্যাপ সামনে আনা হয় তা সম্পূর্ণ বিতর্কিত। এমনকি সেখানে পিওকে'কে ভারতের বাইরে দেখানো হয়েছে বলেও দাবি।

হোয়াটস অ্যাপ কী টুইট করেছিল?

হোয়াটস অ্যাপ কী টুইট করেছিল?

শনিবার বছর শেষের আগের দুপুরে একটি টুইট করা হয় হোয়াতস অ্যাপের তরফে। সেখানে বলা হয়, ইউজারদের নতিউন বছরের শুভেচ্ছা জানাতে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এই বিষয়ে ব্যাখ্যাও দেয় জনপ্রিয় এই সোশ্যাল ম্যাসেজিং অ্যাপ। তারা লেখে, 'আমাদের 24-ঘন্টা NYE লাইভ স্ট্রিম দেখুন এবং কখন আপনার বার্তা পাঠাবেন তা নির্ধারণ করুন... পার্টি শুরু হয় 11:15pm AEDT (অস্ট্রেলিয়ান ইস্টার্ন টাইম জোন) এ।' আর এর সঙ্গেই ঘুরছে এমন একটি গ্লোব লাগায় হোয়াটস অ্যাপ। আর তাতে ভারতের যে মানচিত্র ব্যবহার করা হয় তাতে দেখানো হয়নি ভারতের মানচিত্রে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর! এমনকি ভারত-চিন সীমান্তে বিতর্কিত এলাকাগুলিকেও দেখানো হয়নি।

 নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার

নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার

আর এরপরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার। ঘটনা সামনে আসতেই হোয়াটস অ্যাপকে এই বিষয়ে সতর্ক করেন ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। বিষয়টি শীঘ্রই ঠিক করার জন্যেও বার্তা দেওয়া হয়। টুইটে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, প্রিয় হোয়াটস অ্যাপ, ব্যবহৃত মানচিত্র ভুল। এবং তা দ্রুত শেষ করার জন্যেও বলেন তিনি। একই সঙ্গে বার্তা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, যে সমস্ত প্ল্যাটফর্ম ভারতে ব্যবসা করছে বা ব্যবসা করতে চায় তাদের সঠিক মানচিত্র ব্যবহার করা উচিত।

 ভুল মানচিত্র ব্যবহার দণ্ডনীয় অপরাধ

ভুল মানচিত্র ব্যবহার দণ্ডনীয় অপরাধ

বলে রাখা প্রয়োজন, যে কোন প্লাটফর্মে ভারতের ভুল মানচিত্র ব্যবহার দণ্ডনীয় অপরাধ হিসাবে ধরা হয়। দেশের নয়া আইন অনুযায়ী, ভারতের ভুল মানচিত্র দেখানো হলে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেল হতে পারে। এমনকি মোটা অঙ্কের জরিমানা পর্যন্ত হতে পারে। ফলে এই বিষয়ে সবাইকে সাবধান থাকার বার্তা দেওয়া হয়েছে।

English summary
IT minister of india warns whatsApp as they tweets map of India without POK
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X