For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছেলেরা ভুল করে ধর্ষণ করে, তার জন্য ফাঁসি দেওয়া উচিত না : মুলায়ম সিং যাদব

Google Oneindia Bengali News

ছেলেরা ভুল করে ধর্ষণ করে, তার জন্য ফাঁসি দেওয়া উচিত না : মুলায়ম সিং যাদব
নয়াদিল্লি, ১০ এপ্রিল : নারী নিরাপত্তা, মহিলা ক্ষমতায়ণ যেখানে এবারের নির্বাচনে রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতিতে প্রাধান্য পাচ্ছে। সেখানে ভোটগ্রহণের মাঝেই ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শীর্ষে উঠে এলেন মুলায়ম সিং যাদব।

নারী নিরাপত্তা তো দূরস্ত, মুলায়ম বললেন, ধর্ষণের জন্য ফাঁসি দেওয়া উচিত নয়। ছেলেরা ভুল করে ফেলে। আমরা ক্ষমতায় এলে আইনে বদল আনব। মুলায়মের এই মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে। মুলায়মের এই বেহিসাবি কথার মাশুল হয়তো ভোটের ফলেই দিতে হবে। মূলত শক্তিমিল গণধর্ষণ ঘটনায় তিন আসামীকে ফাঁসির আদেশ দেওয়ার প্রেক্ষিতেই এই মন্তব্য করেন তিনি।

মুলায়মের এই বক্তব্যের তীব্র নিন্দা করেছেন বিরোধী দলগুলি। সোস্যাল সাইটগুলিতেও মুলায়মের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে। মুলায়মের এই বক্তব্যে ক্ষুব্ধ মহিলা সংগঠনগুলিও। ধর্ষণকে ছেলেদের ভুল বলে মহিলা সংগঠনের রোষে পড়েছেন মুলায়ম। মহিলা সংগঠনগুলির দাবি, নিজের এই মন্তব্য দিয়ে মহিলাদের অপমান করেছেন মুলায়ম। এমনকী নিদের নিম্ন মানসিকতারও পরিচয় দিয়েছেন তিনি।

আমরা ক্ষমতায় আসলে ধর্ষণ সংক্রান্ত আইনের সংশোধন করব : মুলায়ম সিং যাদব

এই প্রথমবার নয় এর আগেও মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন মুলায়ম সিং যাদব। একটি গ্রামে রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে উঠে মুলায়ম বলেছিলেন, সমৃদ্ধশালী পরিবারের মহিলারাই শুধু জীবনে এগোতে পারবেন। কিন্তু মনে রাখবেন, আপনারা গ্রামের মহিলারা কোনওদিনও সুযোগ পাবেন না। কারণ আপনারা অত আকর্ষণীয় নন।

শুধু তাই নয় এর আগে, ক্ষমতায় আসলে ধষিতদের চাকরি দেওয়ার প্রস্তাব দিয়েও বিপাকে পড়েছিলেন মুলায়ম। বলেছিলেন, ক্ষমতায় এলে ধর্ষিতদের বা তাদের পরিবারের একজনকে সরকারি অফিসে চাকরি দেওয়া হবে। যদিও সমালোচনার মুখে পড়ে ঢোক গিলতে হয়েছিল মুলায়মকে।

মুলায়মের মন্তব্যের সমালোচনা করে সমাজসেবী মেধা পাটকর বলেছেন, ধর্ষণ কোনও ছোট অপরাধ নয়। এটা ক্ষমাযোগ্য নয়। তবে আমি ফাঁসির বিরোধিতা করি।

কিন্তু এবার যা বলেছেন তা শুধরানোরই কী কোনও জায়গা রেখেছেন মুলায়ম। এমন প্রবীন নেতা কীভাবে এমন স্পর্ষকাতর একটি বিষয় নিয়ে এমন অমানবিক মন্তব্য করতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। কংগ্রেস-বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলির মতে নেতারা এভাবে ধর্ষণকারীদের প্রশ্রয় দিলে অবস্থা আগামীদিনে আরও ভয়ঙ্কর হবে।

সম্প্রতি তৃণমূলের তারকা প্রার্থী দেব ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করে নির্বাচন কমিশনের কড়া নজরে পড়ছিলেন. তিনি বলেছিলে ভোটের চাপটা অনেকটা ধর্ষিত হওয়ার মতো। তুমি চেঁচাতে পার বা উপভোগ করতে পার।

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/K1esVIRn7IU?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>

English summary
It is wrong to give death sentence for rape. Boys make mistakes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X