For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্ভাগ্য যে আমরা ২৫ বছর বিজেপির সঙ্গে জোটে ছিলাম, বললেন উদ্ধব ঠাকরে

দুর্ভাগ্য যে আমরা ২৫ বছর বিজেপির সঙ্গে জোটে ছিলাম, বললেন উদ্ধব ঠাকরে

  • |
Google Oneindia Bengali News

আবারও একবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগল পুরনো জোটসঙ্গী শিবসেনা। এবার শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে স্বয়ং বিজেপির সঙ্গে জোটের ২৫ বছরকে 'দুর্ভাগ্য' বললেন! গত বছর নভেম্বরে মেরুদণ্ডের অস্ত্রোপচার হয় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর। অপারেশনের পর এই প্রথম সাধারণের সামনে এলেন উদ্ধব। এরপরই নিজের বক্তব্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বিজেপিকে আক্রমণ শানান৷

দুর্ভাগ্য যে আমরা ২৫ বছর বিজেপির সঙ্গে জোটে ছিলাম, বললেন উদ্ধব ঠাকরে

এদিন নিজের বক্তব্যে উদ্ধব বলেন, বিজেপির সঙ্গে রাজনৈতিক জোটের কারণে ২৫ বছর নষ্ট করেছে শিবসেনা৷ দলের প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর দলীয় ক্যাডারদের সম্বোধন করে, মুখ্যমন্ত্রী তাঁর দলীয় কর্মীদের বর্তমান জোটসঙ্গী এনসিপি এবং কংগ্রেসকে অনুসরণ করে স্থানীয় স্তরে সমবায় প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। অস্ত্রপোচারের কারণে বেশ কয়েকমাস নিজের অফিসে ছিলেন না মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। এবং এই সময় বিজেপির তরফে তাঁর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি৷ তাই গেরুয়া শিবিরকে এক হাত নিয়ে উদ্ধব বলেন, খুব তাড়াতাড়ি আমি বেরিয়ে পড়ব এবং মহারাষ্ট্র সফর করব। আমার স্বাস্থ্য নিয়ে চিন্তিত বিরোধীদের আমি শিবসেনার শক্তি দেখাব। রাজ্যে যেমন একটি তত্ত্বাবধায়ক সরকার আছে, তারাও তত্ত্বাবধায়ক বিরোধী, এবং ওরা (বিজেপি) নিজেদের ধ্বংস করার পথে হাঁটছে৷

এরপর উদ্ধব আরও যোগ করেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুনে এসেছিলেন এবং আমাদের একা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চ্যালেঞ্জ করেছিলেন। দশেরার সমাবেশে সেই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি। সাহস থাকলে কর্মীদের শক্তিতে প্রতিদ্বন্দ্বিতা করুন। ইডি, সিবিআই সহ কেন্দ্রীয় সংস্থাগুলিকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করাকে প্রতিদ্বন্দ্বীতা বলে না।' এরপরই তিনি আরও যোগ করেন যে বিজেপি 'ব্যবহার ও নিক্ষেপ' নীতিতে বিশ্বাসী।

তবে বিজেপির সঙ্গ ছাড়লেও হিন্দুত্ব নিয়ে নিজেদের পুরনো অবস্থানে অনড় থাকার কথা বললেন উদ্ধব, তিনি বলেন, আমরা হিন্দুত্ব ছাড়ব না। আমরা বিজেপির সঙ্গে আমাদের জোট ভেঙেছি কিন্তু হিন্দুত্বের সঙ্গে নয়। বিজেপি মানে হিন্দুত্ব নয়। বালাসাহেব বিজেপিকে বলেছিলেন, তোমরা দেশের দেখভাল করো, আমরা মহারাষ্ট্রের যত্ন নিই। কিন্তু তারাই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং আমাদের নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। আমরা তাদের এত বছর ধরে প্রতিপালন করলাম আর জিতে যাওয়ার পরে, তারা(বিজেপি) আমাদের ব্যবহার-নিক্ষেপ নীতি গ্রহণ করেছে।

হিন্দুত্ব নিয়ে বিজেপিকে আক্রমণ করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আরও বলেন, ব্রিটিশদের মতো দাসত্বের পরিবেশ তৈরি করা হিন্দুত্ব নয়। সত্যিকারের হিন্দুরা এটা হতে দেবে না। আজকে যদি আমরা বসে থাকি, তাহলে দাসপ্রথা আবার ফিরে আসার অবস্থা তৈরি হবে৷ যারা জরুরি অবস্থার বিরুদ্ধে ছিল তারাই দেশে জরুরি অবস্থার মতো পরিবেশ তৈরি করছে। এটাই ভাঙতে শিব সৈনিকদের এগিয়ে আসতে হবে। তিনি শিব সৈনিকদের রাজ্য জুড়ে দল ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করতে এবং প্রতিটি নির্বাচনকে গুরুত্ব সহকারে নিতেও বলেন এদিন৷

English summary
Uddhav Thackeray first speech after recovery from spine surgery. And he slams BJP, said that, It is unfortunate that we have been in alliance with BJP for 25 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X