For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পাকিস্তানে ঢুকে হামলা করা হোক', কেন্দ্রকে 'সুপরামর্শ' শিবসেনার

পুলওয়ামার হামলার পর সারা দেশ থেকে প্রতিবাদের ঝড় উঠেছে। আমজনতা চাইছে পাকিস্তানকে এবার উচিত শিক্ষা দিক ভারত। কেন্দ্রও ফের পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে, এই ঘটনা বরদাস্ত করা হবে না বলে।

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামার হামলার পর সারা দেশ থেকে প্রতিবাদের ঝড় উঠেছে। আমজনতা চাইছে পাকিস্তানকে এবার উচিত শিক্ষা দিক ভারত। কেন্দ্রও ফের পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে, এই ঘটনা বরদাস্ত করা হবে না বলে। রাজনৈতিক দলগুলিও এই আবেগের বাইরে নয়। শিবসেনা তো নয়ই।

পাকিস্তানে ঢুকে হামলা করা হোক, পরামর্শ শিবসেনার

ফলে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে কেন্দ্রকে পরামর্শ দিয়েছেন, সার্জিক্যাল স্ট্রাইকের পর এবার পাকিস্তানের ভিতরে ঢুকে হামলা বা অভিযান চালানো হোক।

সার্জিক্যাল স্ট্রাইকের সময় সীমান্ত পেরিয়ে পাক জঙ্গি লঞ্চ প্যাডে অভিযান চালিয়ে ভারতীয় সেনা বহু জঙ্গিকে হত্যা করে। তারপরে ফের ভারতে ফিরে আসে।

উদ্ধব ঠাকরে বলেছেন, এটা শুধু জঙ্গি হামলা নয়। এটা আমাদের ইন্টেলিজেন্সের ওপরও হামলা। ফলে প্রশ্ন উঠছেই। যদি সিআরপিএফের ওপরে হামলা ইন্টেলিজেন্সের ব্যর্থতা হয় তাহলে যারা পদে রয়েছে তাদের সরিয়ে দেওয়া উচিত। তারপরই উদ্ধব বলেছেন, ২০১৬ সার্জিক্যাল স্ট্রাইকের পর সময় এসেছে পাকিস্তানে ঢুকে সরাসরি হামলা করার।

ঠাকরে বলেছেন, সারা দেশ এক হয়ে পাকিস্তানকে বোঝানো উচিত, আমাদের দেশকে এভাবে নত করা যাবে না। আমরা শিক্ষা দিতে জানি। যারা পদে রয়েছেন। তাঁরা যদি কী করবেন বুঝতে না পারেন, তাহলে তাদের সরে যাওয়া উচিত। আগে সার্জিক্যাল স্ট্রাইকের সময় পাক অধীকৃত কাশ্মীরে ঢুকে পড়েছিলাম। এবার সরাসরি পাকিস্তানে ঢুকতে হবে।

English summary
It is time to penetrate into Pak directly, says Shiv Sena chief Uddhav Thackeray
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X