
ভারত যাতে ইসলামিক দেশ না হয় হিন্দুদের একাধিক সন্তান প্রসব জরুরি, আর্জি বিতর্কিত পুরোহিতের
হরিদ্বারে ধর্ম সংসদ কাণ্ডে বিতর্কিত পুরোহিত যতি নরসিংহনন্দের সংগঠন রবিবার হিন্দুদের বেশি করে সন্তান প্রসব করার আহ্বান জানিয়েছেন যাতে ভারত ইসলামিক দেশ না হয়। এই বিতর্কিত মন্তব্যের পর নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।

হিন্দুদের বেশি করে সন্তান প্রসবের আর্জি
হরিদ্বারের বিদ্বেষমূলক বক্তব্যের মামলায় জামিনে ছাড়া পেয়েছেন এই পুরোহিত যতি নরসিংহনন্দ। মথুরাতে চলতি মাসের গোড়ার দিকে নরসিংহনন্দ হিন্দুদের আর্জি জানিয়েছেন যে তাঁরা যেন বেশি করে সন্তান প্রসব করে যাতে ভারত কোনওভাবেই আগামী দশকে ‘হিন্দু বিহীন' না হয়ে পড়ে। হিমাচল প্রদেশের অখিল ভারতীয় সন্ত পরিষদের দায়িত্বে থাকা যতি সত্যদেবনন্দ সরস্বতী এ প্রসঙ্গে জানিয়েছেন যে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ভারত একটি গণতান্ত্রিক দেশ। রাজ্যের উনা জেলার মুবারকপুরে তিনদিনের ‘ধর্ম সংসদ'-এর প্রথম দিন তিনি দাবি করেন যে পরিকল্পনা করে মুসলিমরা প্রচুর সন্তানের প্রসব করে তাঁদের জনসংখ্যা বাড়িয়ে চলেছে। সরস্বতী বলেন, ‘ভারত যাতে আগামীদিনে ইসলামিক রাষ্ট্র না হয়ে যায় এ জন্যই আমাদের সংগঠন হিন্দুদের বেশি করে সন্তান প্রসব করতে বলছে।'

পুলিসের নোটিশ জারি
‘ধর্ম সংসদ'-এ দেশজুড়ে যতি নরসিংহনন্দ, অন্নপূর্ণা ভারতী এবং একাধিক সাধু-সন্তরা যোগ দিয়েছিলেন। এই সংসদে যাতে কোনও উস্কানিমূলক ভাষা ধর্ম বা জাতির বিরুদ্ধে না ব্যবহার করা হয় তার জন্য আগে থেকেই হিমাচল প্রদেশ পুলিশ সরস্বতীকে নোটিশ পাঠিয়েছিল। পুলিশ আইন, ২০০৭-এর ধারা ৬৪-এর অধীনে নোটিশ জারি করে, উনা জেলার আম্ব থানার এসএইচও বলেছেন যে এই ধরনের নির্দেশনা না মানলে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাকিস্তানে পরিণত হতে পারে ভারত
সরস্বতী আরও বলেছেন মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হলে ভারতকে প্রতিবেশী পাকিস্তানের মতো একটি ইসলামিক দেশে পরিণত করা হবে। তিনি বলেন, ‘তাই, আমাদের সংস্থা হিন্দুদেরকে আরও বেশি সন্তান জন্ম দিতে বলেছে যাতে ভারতকে ইসলামিক রাষ্ট্রে পরিণত না হতে হয়।' এটা কি দুই সন্তানের জাতীয় নীতির পরিপন্থী হবে না, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের নাগরিকরা মাত্র দুই সন্তানের জন্ম দিতে পারবে এ ধরনের কোনও আইন আমাদের দেশে নেই।'

যতি নরসিংহনন্দ জামিনে ছাড়া পেয়েছেন
গত বছর ১৭-১৯ ডিসেম্বর হরিদ্বারে চলা ধর্ম সংসদে নরসিংহনন্দ মুসলিমদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য করায় তাঁকে গ্রেফতার করা হয়। পরে অবশ্য তিনি জামিনে ছাড়া পেয়ে যান। শুধু হিমাচল প্রদেশে নয়, তিনি গত রবিবার দিল্লির বুরারি মাঠে একটি ‘হিন্দু মহাপঞ্চায়েত'-এ অংশ নিয়েছিলেন এবং মন্তব্য করেছিলেন যে ২০ বছরের মধ্যে ‘৫০ শতাংশ হিন্দু ধর্মান্তরিত হবে' যদি একজন মুসলিম ভারতের প্রধানমন্ত্রী হন এবং হিন্দুদের অস্ত্র হাতে নেওয়ার জন্যও আহ্বান জানান যাতে তাঁরা অস্তিত্বের জন্য লড়াই করতে পারেন।

পতিদাররাই ঘুরিয়ে দেয় গুজরাতের ভোটের হাওয়া , শুরু অঙ্ক কষা