For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচন কমিশনে 'দ্বিমত'! এবার কমিশনারের স্ত্রীকে আয়কর নোটিশ

কর ফাঁকির অভিযোগ এবার নির্বাচন কমিশনারের স্ত্রীর বিরুদ্ধে। সূত্রের খবর অনুযায়ী, নির্বাচন কমিশনার অশোক লাভাসার স্ত্রী নোভেল সিংঘল লাভাসার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে নোটিশ দিয়েছে আয়কর দফতর।

  • |
Google Oneindia Bengali News

কর ফাঁকির অভিযোগ এবার নির্বাচন কমিশনারের স্ত্রীর বিরুদ্ধে। সূত্রের খবর অনুযায়ী, নির্বাচন কমিশনার অশোক লাভাসার স্ত্রী নোভেল সিংঘল লাভাসার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে নোটিশ দিয়েছে আয়কর দফতর। নোটিসে অশোক লাভাসার স্ত্রী নোভেল সিংঘল লাভাসার কাছ থেকে তাঁর আয় সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।

নির্বাচন কমিশনে দ্বিমত! এবার কমিশনারের স্ত্রীকে আয়কর নোটিশ

আয়কর দফতর সূত্রে খবর ২০১৫ থেকে ২০১৭-র মধ্যে অশোক লাভাসার স্ত্রী নোভেল সিংঘল লাভাসা প্রায় ১২ টি কোম্পানির ডিরেক্টর পদেছিলেন। ফলে সেই সময় তাঁর আয় সম্পর্কে খোঁজ খবর করছে আয়কর দফতর। আয়কর দফতর সূত্রে নোটিশ পাঠানোর কথা স্বীকার করা হলেও, এর থেকে বেশি তথ্য জানাতে অস্বীকার করা হয়েছে। আয়কর দফতরের পক্ষ থেকে তার কাছ থেকে আরও নথি চাওয়ার কথা স্বীকার করে নেওয়া হয়েছে।

এদিকে আয়কর দফতেরর নোটিশ প্রসঙ্গে অশোক লাভাসার স্ত্রী নোভেল সিংঘল লাভাসা জানিয়েছেন, ৫ অগাস্ট থেকে তিনি যা নোটিশ পেয়েছেন, সবকটির উত্তর পাঠিয়ে দিয়েছেন। তাতে জানিয়েছেন, যে কর বকেয়া ছিল তা তিনি জমা দিয়ে দিয়েছেন। পেনশন থেকে তাঁর আয় রয়েছে বলে জানিয়েছেন। এছাড়াও অন্য সূত্রে আয়ের কথাও জানিয়েছেন।

এপ্রসঙ্গে নোভেল সিংঘল লাভাসা জানিয়েছেন, ২৮ বছর ধরে স্টেট ব্যাঙ্কের ক্লাস ওয়ান অফিসার ছিলেন তিনি। ব্যাঙ্কিং সেক্টরে তাঁর অভিজ্ঞতা রয়েছে। ফলে অবসরের পরেই তিনি পেশাদারি কাজে যুক্ত রয়েছেন। বেশ কিছু কোম্পানিতে তিনি ডিরেক্টর পদেও রয়েছেন বলে স্বীকার করে নিয়েছেন।

নির্বাচন কমিশনারের পদে থাকলেও গত লোকসভা নির্বাচনের সময় কমিশনের বেশ কিছু কাজ নিয়ে তিনি দ্বিমত প্রকাশ করেছিলেন। বলেছিলেন সেইসব কাজ আদর্শ আচরণবিধির পরিপন্থী। যা নিয়ে সেই সময় বিভিন্ন মহলে বিতর্ক দেখা দিয়েছিল। তাঁর মত রেকর্ড করতে অস্বীকার করায়, সেই সময় নির্বাচন কমিশনের বৈঠক থেকে নিজেকে সরিয়েও নিয়েছিলেন অশোক লাভাসা।

English summary
IT department has issued notices to wife of election commissioner Ashok Lavasa, for alleged tax evasion
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X