For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগামী তিন মাসে পাঁচ পাঁচটি স্যাটেলাইট লঞ্চ করবে ইসরো

আগামী তিন মাসে পাঁচ পাঁচটি স্যাটেলাইট লঞ্চ করবে ইসরো

Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতি, লকডাউন একের পর এক সমস্যায় ভুগছে সারা বিশ্ব সহ ভারত। প্রত্যেক কাজেই আসছে বাধা। ভারতের আকাশ গবেষণাও থমকে যাচ্ছে বারবার এই করোনা পরিস্থিতির জন্য। পরিস্থিতি একটু ঠিকঠাক হয়েছে। নতুন ইসরো প্রধানও এসেছেন। নয়া প্রধান ডঃ এস সোমনাথ। তিনি অভিজ্ঞ রকেট বিজ্ঞানী। তিনি জানিয়েছেন ইসরো এবার তার কাজে গতি আনবে। আগামী তিন মাসে পাঁচটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট লঞ্চ করবে ভারতের এই মহাকাশ গবেষণা কেন্দ্র।

আগামী তিন মাসে পাঁচ পাঁচটি স্যাটেলাইট লঞ্চ করবে ইসরো

তিনি বিজ্ঞান দফতরের মন্ত্রী জিতেন্দ্র সিংকে এমন কথাই জানিয়েছেন। ইসরো জানিয়েছে তাদের আগামী দিনের মিশন গুলিকে নিয়ে। আগামী তিন মাসে সেই মিশনগুলি পরিপূর্ণ করবে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র। RICAT-1A PSLV C5-2 নামক স্যাটেলাইটটি ফেব্রুয়ারি মাসে লঞ্চ করবে ইসরো। OCEANSAT-3 এরপরেই লঞ্চ করা হবে। মার্চে লঞ্চ হবে INS 2B ANAND PSLV C-53। এপ্রিলে লঞ্চ হবে SSLV-D1 Micro SAT।

ইসরো GSAT-21 স্যাটেলাইট লঞ্চ করবে ইসরো। এটিতে খরচ করেছে নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড। পৃথিবীতে ফিরে আসা পর্যন্ত পুরো কাজটাই দায়িত্ব নিয়ে করেছে নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড। মন্ত্রী জানিয়েছেন 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব মহাকাশ গবেষণা একটা অন্য উচ্চতায় পৌঁছেছে। প্রচুর গুরুত্ব দিয়ে এখন এই বিষয়টি দেখা হয়। দেশে যেমন রেলওয়ে, স্বাস্থ্য ব্যবস্থা, কৃষি, রাস্তা তৈরির দিকে যেমন গুরুত্ব দিয়ে নজর দেওয়া হয় তেমনই এখন মহাকাশে গবেষণাকেও সেই ভাবেই গুরুত্ব দেওয়া হয়। আগামী কিছু বছরের মধ্যে ভারত মহাকাশ বিজ্ঞান চর্চায় অনেক উচ্চতায় পৌঁছবে বলে আমরা মনে করি'।

গগনযানের কাজও দ্রুত এগোচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গগনযান-২০২২' প্রকল্পের ঘোষণা করেছিলেন। ইসরো জানিয়েছে এতে থাকবে তিন জন মহাকাশচারী। উৎক্ষেপণের ১৬ মিনিটের মাথায় এটি ভূপৃষ্ঠ থেকে ৩০০-৪০০ কিলোমিটার দূরত্বে পৌঁছে যাবে। তারপর সেটি পৃথিবীকে পাক খাওয়া শুরু করবে। এই জন্য ব্যবহার করা হবে ভারতের নিজস্ব জিএসএলভি এম কে-থ্রি রকেট। দু'টি অংশ থাকবে পৃথিবীকে ঘিরে মহাকাশযানের যে 'অরবাইটাল মডিউলটি' পাক খাবে তাতে । যেটিতে মহাকাশচারীরা থাকবেন তার নাম 'ক্রু মডিউল'। 'সার্ভিস মডিউল'-এর সঙ্গে এটি যুক্ত থাকবে। মহাকাশচারীরা মহাকাশে থাকবেন ৫ থেকে ৭ দিন।।

English summary
Isro to launch five satellites in three months, gaganayan to back on track
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X