For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজের বাড়িতেই খুন ইসরোর বিজ্ঞানী, তদন্তে ধোঁয়াশা

নিজের বাড়িতেই খুন হলেন ইসরোর এক বিজ্ঞানী। হায়দরাবাদের অ্যাপার্টমেন্টে তাঁর দেহ উদ্ধার করে পুলিস। এস সুরেশ নামে ইসরোর ওই বিজ্ঞানী হায়দরাবাদের আমিরপেট এলাকায় অনুপমা অ্যাপার্টমেন্টে থাকতেন।

Google Oneindia Bengali News

নিজের বাড়িতেই খুন হলেন ইসরোর এক বিজ্ঞানী। হায়দরাবাদের অ্যাপার্টমেন্টে তাঁর দেহ উদ্ধার করে পুলিস। এস সুরেশ নামে ইসরোর ওই বিজ্ঞানী হায়দরাবাদের আমিরপেট এলাকায় অনুপমা অ্যাপার্টমেন্টে থাকতেন। আদতে কেরলের বাসিন্দা সুরেশের বয়স ৫৬ বছর।

নিজের বাড়িতেই খুন ইসরোর বিজ্ঞানী, তদন্তে ধোঁয়াশা

পুলিস জানিয়েছে ঘটনার দিন বাড়িতে একাই ছিলেন সুরেশ। সেদিন অফিসে রিপোর্ট করার কথা ছিল তাঁর। কিন্তু দীর্ঘক্ষণ অফিসের সঙ্গে কোনও যোগাযোগ না করায় এক সহকর্মী তাঁকে ফোন করেন। কিন্তু ফোনে সুরেশকে না পেয়ে তাঁর স্ত্রী ইন্দিরার সঙ্গে যোগাযোগ করেন ওই সহকর্মী। সুরেশের স্ত্রী ইন্দিরা চেন্নাইয়ে ব্যাঙ্কে কাজ করেন। তিনিও সুরেশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু ফোনে তাঁর সাড়া না পেয়ে পরিবারের লোকেদের নিয়ে হায়দরাবাদে যান তাঁর স্ত্রী। পুলিসকে জানিয়ে সুরেশের ফ্ল্যাটের দরজা ভাঙেন তাঁরা। ঘরের ফেরতে উদ্ধার বিজ্ঞানীর দেহ।

[ অস্ত্রবর্ষণকাণ্ডে অমৃতসরে গ্রেফতার খালিস্তানি জঙ্গি][ অস্ত্রবর্ষণকাণ্ডে অমৃতসরে গ্রেফতার খালিস্তানি জঙ্গি]

প্রাথমিক তদন্তে পুলিস জানিয়েছে সুরেশের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। কারা কেন বিজ্ঞানীকে খুন করল এই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গত ২০ বছর ধরে সুরেশ হায়দরাবাদেই ছিলেন। তাঁর স্ত্রীও থাকতেন সঙ্গে। সম্প্রতী তিনি বদলি হয়ে চেন্নাইয়ে চলে যান। এই খুনের ঘটনায় কোনও শত্রুতা রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

English summary
ISRO scientist was found murdered in his apartment in Hyderabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X