ইসরোর আরও এক সাফল্য! সফল উৎক্ষেপণ হল পিএসএলভি সি ৫০ এর
বৃহস্পতিবার শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণ হয় পিএসএলভি-সি ৫০ রকেটের। এই উক্ষেপণের মাধ্যমে ভারতের স্যাটেলাইট পথে সংযোগ রক্ষার ক্ষেত্রে পথ আরও সুগম হল। এি পিএসএলভি, সিএমএস -০১ নামের এক কমিউনিকেশন স্যাটেলাইট বহন করছে। যা ভারতের টেলিকমিউনিকেশন পরিষেবাকে উন্নত করবে।

এই স্যাটেলাইটের হাত ধরে টেলিভিশন, টেলি এডুকেশন, টেলি মেডিসিন, দুর্যোগ ব্যবস্থাপনা সহ একাধিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। মূলত, লাক্ষাদ্বীপ , আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সংযোগ রক্ষার বিষয়টি নিয়ে এই স্যাটেলাইট বড় ভূমিকা পালন করতে চলেছে। এদিন উৎক্ষেপণ হওয়া সিএমএস ০১ হল ভারতের ৪২ তম কমিউনিকেশন স্যাটেলাইট।
ইসরোর এই স্যাটেলাইট লঞ্চের মধ্য দিয়ে ২০১১ সালে উৎক্ষেপণ হওয়া জি স্যাট ১২ কে সরিয়ে নতুন স্যাটেলাইট স্থাপিত করা হবে। ভারতের সংযোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে সি ব্যান্ডফ্রিকেয়েন্সি স্পেকট্রামের বিষয়ে যুগান্তকরী সাফল্য এই স্যাটেলাইট আনবে বলে মনে করা হচ্ছে।