For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সবচেয়ে হালকা উপগ্রহ 'কালামস্যাট' মহাকাশে পাঠাল ইসরো, রচিত হল নয়া ইতিহাস

ভারতে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বৃহস্পতিবার রাত ১১টা ৩৭ মিনিটে পিএসএলভি সি৪৪-র মাধ্যমে আকাশে পাঠাল সবচেয়ে ক্ষুদ্র উপগ্রহ কামালস্যাট।

  • |
Google Oneindia Bengali News

ভারতে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বৃহস্পতিবার রাত ১১টা ৩৭ মিনিটে পিএসএলভি সি৪৪-র মাধ্যমে আকাশে পাঠাল সবচেয়ে ক্ষুদ্র উপগ্রহ কামালস্যাট। এছাড়াও মাইক্রোস্যাট-আর উপগ্রহও মহাকাশে পাঠানো হয়েছে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা স্পেস স্টেশন থেকে এই উৎক্ষেপণ করা হয়েছে।

সবচেয়ে হালকা উপগ্রহ কালামস্যাট মহাকাশে পাঠাল ইসরো

২৮ ঘণ্টার কাউন্টডাউনের পর এই উৎক্ষেপণ করা হয়েছে। ২০১৯ সালে এটাই ইসরোর প্রথম মিশন। মাইক্রোস্যাট-আর উপগ্রহটি সেনার কাজে লাগবে। এটির ওজন ৭৪০ কেজি। এছাড়া ১০ সেন্টিমিটার দৈর্ঘ্যের কালামস্যাট যার ওজন ১.২ কেজি তাও পাঠানো হয়েছে। এটাই ভারতের পাঠানো সবচেয়ে হালকা ওজনের কৃত্রিম উপগ্রহ।

এবারে উৎক্ষেপণ ধরলে পিএসএলভির উৎক্ষেপণ হল মোট ৪৬ বার। এই পিএসএলভিতে করেই মঙ্গলের কক্ষপথে পাঠানো হয়েছিল মঙ্গলযানকে। চন্দ্রযান-১ ও মহাকাশে উড়ে গিয়েছিল এই পিএসএলভি রকেটে চেপেই।

[আরও পড়ুন: বিজ্ঞান মনস্ক ভারত গড়ার স্বপ্ন দেখছে ইসরো, শামিল হওয়ার আহ্বান প্রত্যেককে][আরও পড়ুন: বিজ্ঞান মনস্ক ভারত গড়ার স্বপ্ন দেখছে ইসরো, শামিল হওয়ার আহ্বান প্রত্যেককে]

এদিন উৎক্ষেপণের পর ইসরো প্রধান কে সিভান জানান, ছাত্রদের তৈরি কালামস্যাট আমরা মহাকাশে পাঠিয়েছি। ভারতের সকল ছাত্রছাত্রীদের জন্য ইসরো দরজা খোলা রয়েছে। তোমরা উপগ্রহ তৈরি করো। আমরা তোমাদের হয়ে তা মহাকাশে পাঠাব। চলুন ভারতকে বিজ্ঞান-মনস্ক দেশ হিসাবে গড়ে তুলি। বলেছেন ইসরোর শীর্ষ কর্তা।

[আরও পড়ুন:সাগরের দূষণ-বিষ দূর করতে জাহাজের নকসা বানাল ১২ বছরের বালক, কীর্তি দেখে হাঁ বিশ্ব][আরও পড়ুন:সাগরের দূষণ-বিষ দূর করতে জাহাজের নকসা বানাল ১২ বছরের বালক, কীর্তি দেখে হাঁ বিশ্ব]

English summary
ISRO's PSLVC44 mission, carrying Kalamsat and MicrosatR launched successfully from Sriharikota
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X