For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে সিংহভাগ এলাকায় নজরদারি চালাচ্ছে ভারত! সজাগ ১০ ‘অদৃশ্য চোখ’

ক’দিন আগেই পাকিস্তানের ভূ-খণ্ডে ঢুকে তিন-তিনটি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছে ভারত। এফ-সিক্সটিন ব্যবহার করে পাকিস্তান পাল্টা আক্রমণের পথে হাঁটলেও ভারতীয় বায়ুসেনার প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয়েছে।

Google Oneindia Bengali News

ক'দিন আগেই পাকিস্তানের ভূ-খণ্ডে ঢুকে তিন-তিনটি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছে ভারত। এফ-সিক্সটিন ব্যবহার করে পাকিস্তান পাল্টা আক্রমণের পথে হাঁটলেও ভারতীয় বায়ুসেনার প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয়েছে। বাধ্য হয়েছে 'যুদ্ধবন্দি' ভারতের উইং কম্যান্ডারকে ফেরত পাঠিয়েছে। এরপরই ভারত হুঁশিয়ারি দিল- সাবধান, পাকিস্তানের ৮৭ শতাংশ ভূ-খণ্ডে কিন্তু নজরদারি চলছে।

পাকিস্তানের প্রতিটি বাড়ির জানলা দিয়ে নজরদারি চালাচ্ছে ভারত! সজাগ ‘অদৃশ্য ১০ চোখ’

মহাকাশ গবেষণায় সাড়া ফেলে দেওয়া ইসরোর তরফে সাফ জানানো হয়েছে, তাদের নয়া স্যাটেলাইট যোগাযোগের মাধ্যমে পাকিস্তানের প্রায় ৮৭ শতাংশ এলাকায় নজরদারি চালাতে সক্ষম। মহাকাশ থেকেই শত্রুদের উপর নজরদারি চালানো সম্ভব। তাই পাকিস্তান সন্ত্রাসবাদী কার্যকলাপ করে আর রেহাই পাবে না।

দেশ থেকেই যেমন নজরদারি চালানো যাবে পাক-ভূখণ্ডে, তেমনই ভারত যদি মনে করে পাক-ভূখণ্ডে ঢুকে জঙ্গি ক্রিয়াকলাপ ভেস্তে দিতেও সিদ্ধহস্ত হবে। ইতিমধ্যে ৮৭ শতাংশ পাক ভূখণ্ডের হাই-ডেফিনেশন ম্যাপিং সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

পাকিস্তানের প্রতিটি বাড়ির জানলা দিয়ে নজরদারি চালাচ্ছে ভারত! সজাগ ‘অদৃশ্য ১০ চোখ’

ইসরো জানিয়েছে, তাঁদের স্যাটেলাইট ওই ভু-খণ্ডের যে কোনও লক্ষ্যবস্তুর উপর ০.৬৫ মিটার হাই রেজ্যুলেশনের ছবি সরবরাহ করতে পারে। প্রয়োজনে পাকিস্তানের কোনও বাড়ির জানলা দিয়ে উঁকি মারতেও সক্ষম ইসরোর স্যাটেলাইট। কার্টোস্যাট নামে কৃত্রিম উপগ্রহের জন্যই এই অত্যাধুনিক নজরদারি চালানো সম্ভবপর হচ্ছে।

ইসরো আরও জানিয়েছে, পাকিস্তানের মোট ভূ-খণ্ডের ৮ লক্ষ ৮০ হাজার বর্গ কিলোমিটারের মধ্যে ৭ লক্ষ ৭০ হাজার বর্গ কিলোমিটার এলাকা ভারতের স্যাটেলাইট ম্যাপিং সিস্টেমের আওতায় এসে গিয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার পাক-ভূখণ্ডে ঢুকে জঙ্গি ঘাঁটিতে অভিযান চালানোর আগে ইসরো স্যাটেলাইট তথ্য সরবরাহ করেছিল। ইসরোর অন্তত ১০টি স্যাটেলাইট সামরিক বাহিনীর জন্য কাজ করে বলে জানানো হয়েছে।

English summary
ISRO's 10 satellites are running surveillance from space to Pakistan. ISRO every time capturing pictures of 87 percent area of Pakistan ISRO's 10 satellites are running surveillance from space to Pakistan. ISRO every time capturing pictures of 87 percent area of Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X