For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হতাশা পিছনে ফেলে চন্দ্রযান-৩ এর প্রস্তুতিতে ইসরো, ২০২০-র নভেম্বরে লঞ্চ! জেনে নিন বিস্তারিত

Google Oneindia Bengali News

চন্দ্রযান ২ অভিযানের হতাশা পিছনে ফেলে এগিয়ে চলেছে ইসরো। চাঁদে পা রাখতে মরিয়া ইসরো এবার তোরজোড় শুরু করেছে চন্দ্রযান-৩-এর প্রস্তুতি। ২০২০ সালেরনভেম্বরের মধ্যে চাঁদে পা রাখতে এই অভিযান বলে জানিয়েছেন ইসরো কর্তারা।

কী বলছেন ইসরো আধিকারিকরা?

কী বলছেন ইসরো আধিকারিকরা?

এই বিষয়ে ইসরোর এক আধিকারিক জানান, এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এগিয়েছে বহুদূর। তবে তিনি নিশ্চিত ভাবে জানান যে আগামী বছরের শেষের দিকে আরও একবার চন্দ্রপৃষ্ঠে পা রাখতে অভিযান লঞ্চ করবে ভারত। যদিও জানা গিয়েছে, ইসরোর অনেক বিজ্ঞানী নভেম্বরে এই লঞ্চ করতে আগ্রহী নয়। তাদের মত, অভইযানের জন্য আরও কিছুটা সময় দরকার।

২০০৮-এ এসরোর চন্দ্রাভিযানের পথ চলা শুরু

২০০৮-এ এসরোর চন্দ্রাভিযানের পথ চলা শুরু

চন্দ্রযান-৩ ইসরোর চন্দ্রাভিযানের ধারাবাহিক অভিযানগুলির মধ্যে একটি হবে। এই পুরো বিষয়টাই শুরু হয়েছিল ২০০৮ সালে, যখন চন্দ্রযান-১ থেকে চাঁদের মাটিতে সফল ভাবে রোবোট অবতরণ করাতে সক্ষম হয়েছিল ইসরো। তবে চন্দ্রযান-২-এর ক্ষেত্রে সেই সাফল্য ধরে রাখতে পারেনি ইসরো। এবং ল্যান্ডার বিক্রম শেষ মুহূর্তের যান্ত্রিক গোলযোগের জন্য সফল চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে অক্ষম হয়।

আশার কথা শোনান ইসরো প্রধান

আশার কথা শোনান ইসরো প্রধান

এর আগে ইসরো প্রধান কে সিবান বলেছিলেন, "ভারতের চন্দ্রাভিযানের স্বপ্ন চন্দ্রযান-২-এর সঙ্গে শেষ হচ্ছে না। অদূর ভবিষ্যতে ফের একবার ভারত চন্দ্রপৃষ্ঠে সফ্ট ল্যন্ডিংয়ের প্রচেষ্টা চালাবে।"

স্বপ্ন ভঙ্গ ভুলে কঠোর পরিশ্রম বিজ্ঞানীদের

স্বপ্ন ভঙ্গ ভুলে কঠোর পরিশ্রম বিজ্ঞানীদের

এর আগে চলতি বছরের ৭ সেপ্টেম্বর চন্দ্রপৃষ্ঠ থেকে ২.১ কিলোমিটার দূরে থাকতেই ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর গ্রাউন্ড স্টেশনের সঙ্গে। সেই সঙ্গেই আমেরিকা, রাশিয়া ও চিনের পর চতুর্থ দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করতে ব্যর্থ হয় ভারত। তবে একবার ব্যর্থ হলেও স্বপ্ন ছাড়েনি ইসরো। বরং সেই স্বপ্ন সফল করতে পরিশ্রম আরও বেড়ে গিয়েছে বিজ্ঞানীদের মধ্যে।

English summary
isro preparing for 2020 november launch of chandrayan 3, the next lunar mission of india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X