For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দূষণের নজরদারিতে উপগ্রহ গেল মহাকাশে! ৩১টি উপগ্রহের সফল উৎপেক্ষণে নজির ইসরোর

পিএসএলভি সি ফর্টিথ্রির সফল উৎক্ষেপণ করল ইসরো। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেশ রিসার্চ সেন্টার থেকে এই উৎক্ষেপণ সম্পন্ন হয় বৃহস্পতিবার সকালে।

  • |
Google Oneindia Bengali News

পিএসএলভি সি ফর্টিথ্রির সফল উৎক্ষেপণ করল ইসরো। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেশ রিসার্চ সেন্টার থেকে এই উৎক্ষেপণ সম্পন্ন হয় বৃহস্পতিবার সকালে। ভারতের একটি উপগ্রহ-সহ ৩১ টি উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে। ভারতের উপগ্রহটি হল আর্থ অবজার্ভেশন স্যাটেলাইট হিসইস। বাকিগুলির মধ্যে আমেরিকার উপগ্রহ রয়েছে ২৩ টি।

দূষণের নজরদারিতে উপগ্রহ গেল মহাকাশে! ৩১টি উপগ্রহের সফল উৎপেক্ষণে নজির ইসরোর

আর্থ অবজার্ভেশন স্যাটেলাইট হিসইসের কার্যকাল ৫ বছর। উপগ্রহটির ওজন ৩৮০ কেজি। উপগ্রহটি বিভিন্ন দিক থেকে পৃথিবীর ছবি পাঠাবে। ভারতের উপগ্রহ হাইপার স্পেকট্রাল ইমেজিং স্যাটেলাইট কলকারখানা থেকে দূষণে নজরদারিতে সাহায্য করবে বলে ইসরো সূত্রে খবর। কৃষি, বন, ভূতত্ত্ব এবং উপকূল এলাকা পর্যবেক্ষণেও সাহায্য করবে বলে জানা গিয়েছে।

বাকি ৩০ টি ছোট উপগ্রহের ওজন ২৬১.৫ কেজি। যেসব দেশের উপগ্রহ এদিন পাটানো হয়েছে, সেগুলি হল অস্ট্রেলিয়া, কানাডা, কলম্বিয়া, ফিনল্যান্ড, মালয়েশিয়া, নেদারল্যান্ড, স্পেন এবং আমেরিকা। সব থেকে উল্লেখযোগ্য হল উপগ্রহগুলির মধ্যে ১ টি মাইক্রো ও ২২ টি ন্যানো উপগ্রহ হল আমেরিকার একার।

[আরও পড়ুন: দূষণের নজরদারিতে উপগ্রহ! মোদী জমানায় আমেরিকার বহু উপগ্রহ উৎক্ষেপণেও ভারত][আরও পড়ুন: দূষণের নজরদারিতে উপগ্রহ! মোদী জমানায় আমেরিকার বহু উপগ্রহ উৎক্ষেপণেও ভারত]

English summary
ISRO launches HysIS, 30 other satellite on PSLV-C43 from Sriharikota
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X