For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্রামীণ উন্নয়নে দেশের পঞ্চায়েতগুলিকে সাহায্য করতে নতুন প্রযুক্তি আনল ইসরো!

Google Oneindia Bengali News

সরকারি প্রকল্পগুলির আরও ভালো পরিকল্পনা ও পর্যবেক্ষণের জন্য, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) ভুবন পঞ্চায়েতের ওয়েব পোর্টালের সংস্করণ ৩.০ চালু করল। এর ফলে প্রথমবারের জন্য, পুরো দেশের জন্য একটি থিম্যাটিক ডেটা বেস তৈরি হল। এর জন্য একটি ইন্টিগ্রেটেড হাই রেজোলিউশন উপগ্রহে ডেটাগুলিকে সংগ্রহ করা হবে।

কর্মসূচি চালু করেন জিতেন্দ্র সিং

কর্মসূচি চালু করেন জিতেন্দ্র সিং

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এই কর্মসূচি চালু করেন। তিনি বলেন, 'এই জাতীয় প্রযুক্তিগত ক্ষমতায়নের ফলে গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের আধাকারিক ও কর্মীরা অনেক সহযোগিতা পাবেন। এই প্রযুক্তিটির জন্যে ইসরোর সাথে যুক্ত হওয়া আমাদের জন্যে একটি গর্বের মুহূর্ত। ইসরো এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ মোদীর নতুন ভারত গড়ার জন্য একটি প্রয়োজনীয় হাতিয়ার হয়ে উঠবে।'

ইসরো চেয়ারম্যানের বক্তব্য

ইসরো চেয়ারম্যানের বক্তব্য

ইসরো চেয়ারম্যান কে সিভান বলেছেন, 'তৃণমূল পর্যায়ের পরিকল্পনার জন্য জমি ও জলের তথ্য দরকার। দেশে অংশগ্রহণমূলক ও বিকেন্দ্রীভূত পরিকল্পনা সক্ষম করতে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান এবং এর অংশীদারদের ক্ষমতায়নের জন্য এই প্রযুক্তির পরিকল্পনা করা হয়েছিল। এই কর্মসূচির জন্য মহাকাশ ভিত্তিক তথ্য সংগ্রহের কাজ ২০১১ সালে শুরু হয়েছিল।'

আগামী দুই বছর চলবে এই প্রকল্প

আগামী দুই বছর চলবে এই প্রকল্প

জানা গিয়েছে কমপক্ষে দুই বছর ধরে চলবে এই প্রকল্পটি। এই প্রকল্পে ইসরো গ্রাম পঞ্চায়েতের সদস্যদের সাথে তাদের প্রয়োজনীয়তা অনুযায়ী তথ্য সর্বারহ করবে এবং তা তাদের বুঝতে সহযোগিতা করবে। পোর্টালের তৃতীয় সংস্করণ পঞ্চায়েতের সদস্যদের সুবিধার্থে ডেটাবেস ভিজুয়ালাইজেশন এবং পরিষেবা সরবরাহ করবে ইসরো। এই প্রকল্পটি পঞ্চায়েতি রাজ মন্ত্রকের গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা প্রক্রিয়াটিতে সহায়তা করার জন্য ভূ-স্থানিক পরিষেবা সরবরাহ করার উদ্দেশ্যে শুরু করা হয়েছে।

English summary
isro launces Bhuvan Panchayat 3.0 to aid gram panchayat development
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X