For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অগাস্ট ২০২২-এ চন্দ্রযান-৩ লঞ্চ করতে চলেছে ISRO

  • |
Google Oneindia Bengali News

চন্দ্রযান-২ সাফল্য স্পর্শ করতে গিয়েও থমকে গিয়েছে শেষ মুহূর্তে। তারপর তিনটি করোনা ওয়েভে দেশের স্বাস্থ্য ও অর্থনীতি ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর মুখে এবার ইসরো ঘোষণা করে দিল তাদের আগামী চন্দ্রযানের দিন। কিছুটা পিছোতে বাধ্য হলেও এ বছরই অগাস্টে চন্দ্রযান-৩ লঞ্চ করতে চলেছে ইসরো৷

শেষ চন্দ্রযান কবে লঞ্চ হয়েছিল?

শেষ চন্দ্রযান কবে লঞ্চ হয়েছিল?

দু'বছর আগে অল্পের জন্য ব্যর্থ হয়েছে চন্দ্রযান-২ অভিযান৷ ২০১৯ এর ২২ জুলাই ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের উৎক্ষেপিত বিক্রম ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠে অবতরণের আগেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। সেই ঘটনা থেকেই শিক্ষা নিয়ে এবার চন্দ্রযান-৩ অভিযানের উদ্যোগ নিয়েছেন ভারতীয় বিজ্ঞানীরা। জানা গিয়েছে, চলতি বছরের অগাস্ট মাসেই চন্দ্রযান-৩ এর উৎক্ষেপন হবে৷ লোকসভায় একটি প্রশ্নের উত্তরে মহাকাশ গবেষণা মন্ত্রক এই তথ্য জানিয়েছে৷

কী বলছে মহাকাশ গবেষণা মন্ত্রক?

কী বলছে মহাকাশ গবেষণা মন্ত্রক?

দেশের মহাকাশ গবেষণা মন্ত্রক একটি লিখিত উত্তরে জানায়, বিশ্বব্যাপী বিশেষজ্ঞদের পরামর্শ এবং চন্দ্রযান-২ অভিযান থেকে শিক্ষা নিয়ে চন্দ্রযান-৩ এর কাজ জোরকদমে চলছে। প্রাথমিকভাবে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হয়েছে। ২০২২ সালের অগাস্ট মাসেই উৎক্ষেপন সম্পন্ন হবে। লোকসভায় প্রশ্ন উঠেছিল, কেন এই ধরনের অভিযানগুলি ক্রমশই পিছিয়ে যাচ্ছে। এর উত্তরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং বলেন, 'কোভিড অতিমারির জন্য বহু অভিযানের কাজে প্রভাব পড়ছে। এই পরিস্থিতিতে কোন অভিযানগুলির গুরুত্ব সবচেয়ে বেশি, আমরা খতিয়ে দেখেছি। সেই অনুযায়ী কাজও চলছে।'

চন্দ্রযানের দৌড় কবে শুরু করেছিল ভারত?

চন্দ্রযানের দৌড় কবে শুরু করেছিল ভারত?

২০০৮ সালে চন্দ্রযান-১ পাঠিয়েছিল ভারত। সেই বছরের অক্টোবরে পৃথিবী থেকে চাঁদের উদ্দেশে ছুটে গিয়েছিল চন্দ্রযান-১। সেবারই বড়সড় সাফল্য মিলেছিল। চন্দ্রপৃষ্ঠের সম্পর্কে বহু অজানা তথ্য জানিয়েছিল চন্দ্রযান-১। চাঁদের লুনার সারফেসে জলের উপস্থিতিও খুঁজে পেয়েছিল সে। তারপর থেকেই চাঁদে জল রয়েছে কিনা তা জানতেই উঠেপড়ে লাগে ইসরো। কোভিড অতিমারি না এলে ২০২১ সালেই চন্দ্রযান পাঠিয়ে ফেলত ভারত। চন্দ্রযান-৩ অভিযানে চন্দ্রযান-২ কে ব্যবহারের কথাও ভাবছেন ভারতীয় বিজ্ঞানীরা। এই মুহূর্তে চাঁদের বুকে ঘুরে বেড়াচ্ছে অরবিটরটি।

চন্দ্রযান-৩ ছাড়া আরও যা রয়েছে ISRO- র পরিকল্পনায়!

চন্দ্রযান-৩ ছাড়া আরও যা রয়েছে ISRO- র পরিকল্পনায়!

উল্লেখ্য, চন্দ্রযান-৩ এর পাশাপাশি মোট ১৯ টি মহাকাশ অভিযানের কথা ভেবেছে ইসরো। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং জানিয়েছেন এই বছর ইসরো মোট ৮টি লঞ্চ ভেহিক্যাল, ৭ টি স্পেসক্র‍্যাফট, ৪টি টেকনোলজি ডেমন্সট্রেশন মিশন করবে। এই বছরের প্রথম উৎক্ষেপন হতে চলেছে আগামী ১৪ই ফেব্রুয়ারিতে৷

English summary
ISRO is going to launch Chandrayaan-3 in August 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X