For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অক্ষত রয়েছে ল্যান্ডার, যোগাযোগ স্থাপনের চেষ্টায় ইসরো

পাওয়া গিয়েছে তাকে। চাঁদের দক্ষিণ মেরুতে উল্টে পড়ে রয়েছে ইসরোর সেই স্বপ্নের সদাগর। চাঁদে পৌঁছে পড়ে রয়েছে ল্যান্ডার। সেকারণেই সিগনাল পাওয়া যাচ্ছে না।

Google Oneindia Bengali News

পাওয়া গিয়েছে তাকে। চাঁদের দক্ষিণ মেরুতে উল্টে পড়ে রয়েছে ইসরোর সেই স্বপ্নের সদাগর। চাঁদে পৌঁছে পড়ে রয়েছে ল্যান্ডার। সেকারণেই সিগনাল পাওয়া যাচ্ছে না। ইসরোর বিজ্ঞানীরা এখন প্রাণপন চেষ্টা চালাচ্ছে ল্যান্ডারকে সঠিক ভাবে এগিয়ে নিয়ে চলার।

লক্ষ্যে পৌঁছেও থমকে গিয়েছে ল্যান্ডার

লক্ষ্যে পৌঁছেও থমকে গিয়েছে ল্যান্ডার

গত দুিদন ধরে দুশ্চিন্তার মেঘ ঘনাচ্ছে ইসরোর আকাশে। সোমবার সেই মেঘ সরিয়ে একটু আশার আলো দেখা দিয়েছে। চাঁদের উপর পড়ে রয়েছে ল্যান্ডার। কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এখনও পর্যন্ত তাঁর সন্ধানে এই সুখবরটি বের করতে পেরেছেন ইসরোর বিজ্ঞানীরা। যত তাড়াতাড়ি সঙ্গে ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে। ১৪ দিনের মধ্যে ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ করা সময় রয়েছে বলে জানিয়েছেন ইসরোর প্রধান কে শিবন।

 ল্যান্ডারের পেটেই রয়েছে রোভার

ল্যান্ডারের পেটেই রয়েছে রোভার

চন্দ্রযান-২ থেকে আলাদা হওয়ার পর রোভারকে পেটের মধ্যে নিয়েই চাঁদের কাছে পৌঁছে গিয়েছিলেন ল্যান্ডার। চাঁদ থেকে যখন দূরত্ব ঠিক ২.১ কিলোমিটার তখনই ঘটে বিপত্তি। হঠাত করে গতি বাড়িয়ে কক্ষ পথ থেকে ছিটকে যায় ল্যান্ডর। ইসরোর সঙ্গে সব যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার তিনদিন পর চাঁদের পিঠে ল্যান্ডারের সন্ধান পেয়েছে ইসরো। সেটি অক্ষত রয়েছে বলে দাবি বিজ্ঞানীদের। তার ভেতরে থাকা রোভারও অক্ষত থাকবে এমনই অনুমান করা যায়। এই রোভারই চাঁদে িগয়ে নমুনা সংগ্রহ করবে। এমনটাই পরিকল্পনা ছিল ইসরোর।

আশা ছাড়তে নারাজ ইসরো

আশা ছাড়তে নারাজ ইসরো

ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ ফিরে পেতে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরো। কোনও ভাবেই এই মিশন বিফলে যেতে দিতে রাজি নন কে শিবন। দিন রাত এক করে কাজ করছেন বিজ্ঞানীরা। ল্যান্ডারের সঙ্গে সিগনাল হারানোর পর শিবন জানিয়েছিলেন কোনও রকম সহযোগিতা ছাড়াও কাজ করে যেতে পারবে ল্যান্ডার এমন প্রযুক্তিতে তৈরি করা হয়েছে সেটিকে। এর ভেতরে ৫টি ইঞ্জিন রয়েছে।

ল্যান্ডারের খোঁজ পাওয়ার পর থেকেই একের পর এক টুইটে দেশবাসীকে সব তথ্য জানাতে শুরু করেছে ইসরো। যেভাবেই হোক এখন ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ স্থাপন করাই বিজ্ঞানীদের বড় চ্যালেঞ্জ।

<strong>[আরও পড়ুন: দেশের অর্থনৈতিক মন্দার জন্য দায়ী চিদাম্বরম, সুইসাইড নোট লিখে আত্মঘাতী প্রাক্তন বায়ুসেনা আধিকারিক]</strong>[আরও পড়ুন: দেশের অর্থনৈতিক মন্দার জন্য দায়ী চিদাম্বরম, সুইসাইড নোট লিখে আত্মঘাতী প্রাক্তন বায়ুসেনা আধিকারিক]

<strong>[আরও পড়ুন: চরম সংকট গাড়ি বাজারে, বিক্রিতে রেকর্ড পতন]</strong>[আরও পড়ুন: চরম সংকট গাড়ি বাজারে, বিক্রিতে রেকর্ড পতন]

English summary
ISRO is continuing to make all-out efforts to establish link with Vikram lander of Chandrayaan 2
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X