For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাউন্ট ডাউন শুরু করল ইসরো, সেপ্টেম্বরের ৭ তারিখেই চাঁদে পা রাখতে চলেছে চন্দ্রযান-২

কাউন্ট ডাউন শুরু করল নাসা, সেপ্টেম্বরের ৭ তারিখেই চাঁদে পা রাখতে চলেছে চন্দ্রযান-২

Google Oneindia Bengali News

শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখতে চলেছে চন্দ্রযান-২। সব পরিকল্পনা ঠিক থাকলে ৭ সেপ্টেম্বর চাঁদে পা রাখার কথা চন্দ্রযান-২। ভারতের এই চাঁদ অভিযান বিশ্বের মহাকাশ গবেষণায় সাফল্যের একটি দিগন্ত খুলে দিয়েছে। চাঁদ অভিযানে আমেরিকা, রাশিয়া এবং চিনের পরেই জায়গা করে নিয়েছে ভারত।

কাউন্ট ডাউন শুরু করল নাসা, সেপ্টেম্বরের ৭ তারিখেই চাঁদে পা রাখতে চলেছে চন্দ্রযান-২

গত ১৪ অগস্ট পৃথিবীর কক্ষ পথ ত্যাগ করে চাঁদের দিকে এগোেত শুরু করেছিল চন্দ্রযান। তারপরেই খবর এসেছে চাঁদের কাছে পৌঁছে গিয়েছে যানটি। ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে পা রাখার কথা চন্দ্রযানের। সেই লক্ষ্যেই এগোচ্ছে যানটি। এই প্রথম কোনও যান চাঁদের দক্ষিণ মেরুতে নামবে। সেখান থেকে খনিজ সংগ্রহ করবে চন্দ্রযান-২য়ের ল্যান্ডার ও রোভার।

জুলাই মাসে জিএসএলভি মার্ক থ্রিয়ের সহযোগিতায় চাঁদের পথে পাড়ি দেয় চন্দ্রযান-২। যানটির ওজন প্রায় ৩২৯০ কিলোগ্রাম। দেশের সবচেয়ে ভারী এবং ৪৩ ফুট দীর্ঘ জিএসএলভি মার্ক থ্রিতে চড়েই চাঁদের পথে পড়ি দেয় যানটি। তিনটে স্তর রয়েছে চন্দ্রযান-২য়ের। ল্যান্ডার, রোভার এবং প্রজ্ঞান।

English summary
ISRO has said the moon mission - Chandrayaan-2 will land on Moon on September 7
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X